নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

ঔষধী ভেজষ দেখুন!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

কয়েকটা ঔষধী ভেজষের ছবি দেখুন, দেখুন তো চিনতে পারেন কি না! গতকাল জীবনের প্রথম ইসলাম ভাইয়ের বনাজী শরবত খেলাম (ইসলাম ভাই বিচিত্র পেশা সিরিজে আসছেন), উনার দোকান থেকেই ছবি গুলো উঠানো হয়েছে। আমি নিন্মের সব গুলো খেয়ে টেষ্ট করে দেখেছি! :D





ছবি ১





ছবি ২





ছবি ৩





ছবি ৪





ছবি ৫



সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

সাফরিনলিপি২ বলেছেন: প্রথমটা এলোভেরা আর সবার নিচেরটি কালোমেঘ,২য় ছবি টি নিমের ফল, ৪ছবিটি মনে হয় নিমের ডাল।
View this link

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে,
আমি নাম গুলো মনে রাখার চেষ্টা করেছি, সঠিক কিনা কে জানে।
১। ঘৃত কোমল (এলোবেরা)
২। মেথি ফল
৩। মনে করতে পারছি না
৪। মনে করতে পারছি না
৫। চিরতা

উনার সাথে আবার দেখা হবে, তখন জেনে এডিট করে দেব।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

মাহবু১৫৪ বলেছেন: কোনটা কি এবং কি কাজে লাগে সেটা জানালে ভাল হত।

++++

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: কেমন আছেন মাহবুব ভাই।
আপনি আর এই সব ঔষুধী নিয়ে কি করবেন? কানাডার আলো বাতাসে কি আর এই সব লাগে? হা হা হা।। যতদুর মনে রাখতে পারছি। আসলে নোটে তুলে নেয়া উচিত ছিল।

১। ঘৃত কোমল (এলোবেরা) - ত্বক
২। মেথি ফল - ক্যালসিয়াম
৩। মনে করতে পারছি না - ক্যালসিয়াম প্রচুর
৪। মনে করতে পারছি না - চ্রম তিতা, পেটের উপকারে
৫। চিরতা - তিতা

আমি উনার কিছু কথা শুনেছি মাত্র। গরীব মানুষের শরীরের নানান অভাব পূর্ন হয়, এই আর কি!

শুভেচ্ছা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: পোস্টে গাছগুলোর নাম আর এদের ঔষধি গুন বিস্তারিত দিয়ে দিয়ে ভালো হত । ভালো পোস্ট উদরাজি ভাই ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩

মহান অতন্দ্র বলেছেন: ভেজষ বানানটি একটু দেখবেন । চমৎকার পোষ্ট । ভাল লেগেছে ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

তিন নম্বরটা শিমুলের শেকর।

১, ৩, ৫ খেয়েছি। আর ১ নম্বরটা বাসায় দুটো গাছ আছে। :D

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

আবু শাকিল বলেছেন: কোনটাই খাওয়া হয় নাই।

খেতে হবে।

ধন্যবাদ ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০১

কলমের কালি শেষ বলেছেন: মামুন রশিদ বলেছেন: পোস্টে গাছগুলোর নাম আর এদের ঔষধি গুন বিস্তারিত দিয়ে দিয়ে ভালো হত । ভালো পোস্ট উদরাজি ভাই ।

একমত ।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: আরও বিস্তারিত তথ্য যোগ করলে ভালো হত ভ্রাতা।

শুভেচ্ছা রইল :)

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

ডি মুন বলেছেন: প্রথমটা বাদে আর একটাও চিনি না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.