নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র পেশাঃ ১০ (প্রেম করেন, কৌশলে!)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

ইদুর মারেন, কৌশলে!

তেলেপোকা মারেন, কৌশলে!

চারপোকা মারেন, কৌশলে!

মাছি মারেন, কৌশলে!

প্রেম করেন, কৌশলে!!



এমনি করে আপনি রাস্তায় ঘাটে চলার সময়ে কানে আওয়াজ আসলে আপনি চমকে দাঁড়াতে পারেন! হয়ত যে সংলাপ গুলো দিয়ে যাচ্ছেন তাকে দেখার ইচ্ছা আপনার হতেই পারে। আপনার বাসায় নিশ্চয় ইদুর, তেলেপোকা, চারপোকা, মাছি আছেই! তবে প্রেম না থাকলেও থাকতে পারে!



হ্যাঁ, আমার আজকের বিচিত্র পেশার মানুষটা এভাবেই রাস্তায় হ্যান্ড মাইক নিয়ে বলে যান, যা যা প্রয়োজন হয় তা তার কাছ থেকে কিনে নিয়ে চলেন! আমি বেলাল খান (আসল নাম নয়) এর কথা আজ বলছি। বেলাল খানের সাথে আমার দেখা কয়েকদিন আগে, আমি বাজারে বের হয়েছিলাম। বেলালের কথায় আমি থেমে দাঁড়িয়ে ছিলাম। আমার বাসায় কিছু ইদুর আসে যায়, তাদের আমার কৌশলে মারা দরকার!



বেলালের সাথে আমি রাস্তায় দাড়িয়েই কথা বলি। ফখরুদ্দিনের তত্তাবধায়ক সরকারের আমলে একদিন বড় ভাইকে র‍্যাব ধরে নিয়ে যায়, সেই থেকেই এই জীবনের পথ চলা। নওগাঁ থেকে একটা অভাবের সময় এই ঢাকা শহরে আসতে হয়েছিল। বড় ভাই গিয়েছিলো পাওনা টাকা আদায়ে আর পথে র‍্যাব ধরে নিয়েছিল, পুরো পরিবার পড়ে যায় অভাবে। একদিন এক বন্ধু কথা মত পরিবার বাঁচাতে ঢাকা শহরে এসে কি করবে, কোথায় যাবে ভাবতে ভাবতে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তার কাছে কয়েক দিন থাকার পর তিনি একটা কাজ জুটিয়ে দেন। মাটি কাটার কাজ, বনশ্রী এলাকায়। কিন্তু প্রথম দিন মাটি কেটে, প্রায় অজ্ঞান হয়ে যাবার যোগাড়! মাটি কাটা অনেক কঠিন কাজ, ফলে কয়েকদিন অসুস্থ্য থাকার পর একটা হাল্কা কাজ খুজতে থাকেন। পোকা মাকড় দমনের কিছু শিক্ষা আগে জানা ছিল, মেসের এক বড় ভাই তাকে নিয়ে গেলেন শনির আখড়ায়, সেখান থেকে এক দোকান থেকে একটা ব্যাগে কিছু মালামাল কিনে নিলেন এবং সে গুলো ঢাকা শহরে হেটে হেটে বিক্রি করতে লাগলেন। প্রথম দিন ভাল লাভ হল, মনে অনেক খুশি আসলো। ব্যস, সেই থেকেই এই পেশা। আজ লেগে আছেন অনেক বছর!



প্রতিদিন লাভ হয় তিন/চার শত টাকা, ইচ্ছা মতন নানা এলাকায় ঘুরে বেড়ান! হাতের হ্যান্ড মাইকের কথা জিজ্ঞেস করতেই বললেন এক বড় ভাইকে বছর তিনেক আগে এটা সাড়ে সাত শত টাকায় সদরঘাট থেকে কিনে দিয়েছেন। এটা ব্যাটারী চালিত, কাঁধে ঝুলানো ব্যাগের মধ্য মালামালের সাথে এই ব্যাটারী থাকে।



এই ব্যবসা করে বিয়েও করেছেন, একটা মেয়ে আছে। মাস দুয়েক পর পর বাড়ি যান, কয়েক সপ্তাহ থেকে ফিরে আসেন। এই তো এভাবে জীবন চলছে। বেলালকে আমি এত কথা জিজ্ঞেস করছি এবং ফাকে ছবি তুলতে মোবাইল বের করতে মনে হল বেলাল ভয় পেয়েছে। আমি তাকে অভয় দেই এবং বলি আপনার মত খেটে খাওয়া মানুষদের জন্য আমি একটা সিরিজ লিখি, এতে বেলাল কিছুটা অভয় পেল এবং আমাকে বলল, আপনি কি সাংবাদিক! আমি এক হাত হেসে নিতেই, বেলালের মুখটা হাল্কা হয়ে এল। আমি জানালাম, আপনারাই এই দেশের শক্তি, আপনারা চুরি ডাকাতি ঘুষ ছিনতাই করেন না, নিজের কষ্টের, পরিশ্রমের টাকায় ভাল খেয়ে থাকেন, আপনারাই আমাদের উৎসাহ।



ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে, হেসে বলেন! এর চেয়ে আর সহজ কাজ কি! আমি যেহেতু শক্ত কাজ করতে পারি না, তাই এটা নিয়েই যত দিন পারি চালিয়ে যাব।



আমি বেলালের আরো আরো সাফল্য কামনা করি। বেলাল এগিয়ে চলুক।



বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ, কত কি বিচিত্র পেশা! তবে সবই জীবিকার টানে!



আমি বেলালকে রেখে বাজারের দিকে পথ বাড়াই! আমার কানে বাজতে থাকে, বেলালের সেই ভেকাল!



ইদুর মারেন, কৌশলে!

তেলেপোকা মারেন, কৌশলে!

চারপোকা মারেন, কৌশলে!

মাছি মারেন, কৌশলে!

প্রেম করেন, কৌশলে!!



(আমি মনে মনে হাসি, প্রেম করতে আবার কি কৌশল, যত কৌশলতো পরকীয়া প্রেমে!)





বিচিত্র পেশাঃ ৯

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +১১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

ভাইটামিন বদি বলেছেন: অাপনার এই সিরিজটা বেশ মজা পাচ্ছি....চালিয়ে যান :-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভাইটামিন ভাই।
শুভেচ্ছা নিন।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল লেখাটি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ঐ বক্তব্যটাও ওর একটা কৌশল, যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় সহজে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই।
হ্যাঁ, এটা বটেই।
এত কথা শুনার পর যে কোন ব্যক্তি থেমে দাঁড়াবেই!
শুভেচ্ছা।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

ফারিয়া বলেছেন: বেশ ভালো লাগলো, এমন পেশার মানুষদের কথা আরো শুনতে চাই!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার সিরিজ । চলতে থাকুক....

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: তার ভিন্ন ধরনের বক্তব্যটাও একটা কৌশল, ভাল লাগল বেলাল সম্পর্কে জেনে। ধন্যবাদ

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: বিচিত্র পেশা ১১
http://www.somewhereinblog.net/blog/udraji/30004762

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

মাহবু১৫৪ বলেছেন: ইদুর মারেন, কৌশলে!
তেলেপোকা মারেন, কৌশলে!
চারপোকা মারেন, কৌশলে!
মাছি মারেন, কৌশলে!
প্রেম করেন, কৌশলে!


হা হা হা

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

মন্জুরুল আলম বলেছেন: ভাই....প্রেম করতে মনে হয় সবচেয়ে বেশি কৌশল লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.