নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র পেশাঃ ১২

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

বিচিত্র পেশার আজকের হিরো হচ্ছেন রুবেল মিয়া। লেখাপড়ায় মনোযোগ না থাকায় তার পিতা তাকে ঢাকা শহরে নিয়ে আসেন এবং কিছুদিন ঘুরে ফিরে কিছু একটা করবেন বলে ভাবতে থাকেন। কিন্তু কি করবেন। নবম শ্রেনী পর্যন্ত পড়াশুনার কি আর তেমন চাকুরী মিলে। এদিকে এই কঠিন শহরে পিতাও একটা পান দোকান করে সংসার চালান, কাজেই চিন্তার মাত্রা আরো বেড়ে যায়। সময়ের ফাঁকে ফাঁকে দিনে রাতে পিতাকে হেল্প করতে পারলেও হাতে অনেক সময় বেঁচে যাচ্ছিলো। মাথায় একদিন চিন্তা আসে, মোবাইল ফোনের টাকা লোড দেয়ার দোকান করলে কেমন হয়। পিতাকে বুঝিয়ে নিয়ে রুবেল মিয়া কয়েকটা সিম ও কয়েকটা মোবাইল সেট কিনে ফেললেন। দোকানে বসার সময় এক মোবাইল এজেন্ট এর সাথে পরিচয় হয় এবং তিনি এই কাজে হেল্প করেন।





কিন্তু কথা হচ্ছে কোথায় বসে এই কাজ করবেন, দোকান কোথায় পাবেন। ছোট খাট দোকান নিতে গেলেও যে টাকার প্রয়োজন তা কোথায় পাবেন। কিন্তু তাই বলে বসে থাকলে কি আর চলবে। একদিন নিজেই সস্তায় একটা চেয়ার এবং টেবিল কিনে নিলেন খিলগাঁও থেকে। পিতার পান সিগারেটের দোকানের কয়েক হাত দূরে মোটামুটি রাস্তায় টেবিল চেয়ার নিয়ে বসে পড়েন।



সন্ধ্যার পর মোটামুটি ভাল কাষ্টমার পেয়ে থাকেন। দৈনিক ৩০০/৪০০ টাকা লাভ হয় তবে মাঝে মাঝে ভুল নাম্বারে টাকা গেলে সেই টাকা আর ফেরত পাওয়া যায় না, কাষ্টমারকে আবার সেই টাকা দিতে হয়। সামান্য বেখেয়ালে এমনটা হয়ে যেতে পারে। তবে কিছু কাষ্টমার প্রতিদিন পাওয়া যায় যারা নিজের নাম্বার ভুল বলে যায় এবং পরে এসে ঝাগড়া শুরু করে দেয়। খাতায় লেখা প্রমান দেখালেও বুঝতে চায় না।



রুবেলের সাথে আমার যখন কথা হয় তখন রাস্তায় অনেক ধুলোবালি, আমি তাকে এই বিষয়ে বললে সে নিরুত্তর থাকে, আসলে কি করবে। ফুটপাত বা রাস্তায় বসে কিছু করতে চাইলে ধুলোবালি ছাড়া বাঁচার কোন উপায় নেই। ফুটপাতের চাঁদাবাজদের বা পুলিশের চাঁদাই তার কাছে সব চেয়ে বিরক্তি লাগে, এত কষ্ট করে টাকা রুজি করে সেই টাকা বিনা কারনে কাউকে দিয়ে দেয়া খুব কষ্টকর।



তবে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে রুবেল জানালেন, তিনি একটা দোকান নিবেন এবং দোকানে যে কোন কিছুর ব্যবসা শুরু করবেন।



আশা করি আমাদের রুবেল মিয়া একদিন ব্যবসা করে অনেক বড় হবে। এখনো বয়স কম, সামনে অনেক সুযোগ পড়ে আছে।



মেহনতি হাত কখনো খালি হয় না, রুবেল আশা করি এই সমাজের উদাহরণ হয়ে দাঁড়াবে একদিন।



রুবেলের এই সাধারন কাজকে আমার কাছে বিচিত্র পেশা মনে হয়েছে শুধু মাত্র তার প্রায় রাস্তায় বসার কারনেই। আজকাল অনেকেই এমনি একটা টেবিল চেয়ার নিয়ে এই কাজ করতে দেখা যায়, আসলেই এটা বিচিত্র। বেঁচে থাকতে কত কিছুই না করতে হয়!



বিচিত্র পেশাঃ ১১

Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

নিলু বলেছেন: লিখে যান

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
শুভেচ্ছা নিন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগল ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভালবাসা ভাই।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।+

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

 বলেছেন: চমৎকার লেখা । ++++ :D

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই মেহনতি হাত কখনও খালি যায় না।
পড়ে ভালো লাগলো।
শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রাজপুত ভাই।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

মহান অতন্দ্র বলেছেন: Chomotkar sirij. Amar onek posonde.

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মহান ভাই।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

এনামুল রেজা বলেছেন: বিচিত্র এবং উদ্দিপনামূলক পোস্ট।

শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রেজা ভাই।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

আজমান আন্দালিব বলেছেন: আপনার এই সিরিজটি সুন্দর হচ্ছে। চালিয়ে যান।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সুমন কর বলেছেন: চলুক।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

মহান অতন্দ্র বলেছেন: এখন পিসি থেকে লগ ইন করলাম । আপনার সবকটি পর্ব পড়েছি । সবটার মন্তব্য করা হয়নি । খুব ভাল লেগেছে ।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

জাফরুল মবীন বলেছেন: বিচিত্র পেশার মানুষদের অজানা কথাগুলো তুলে ধরার আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।

অনেক অনেক শুভকামনা জানবেন।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০২

কাবিল বলেছেন: ভাল লাগল

সব গুলো পড়তে হবে

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

মাহবু১৫৪ বলেছেন: আসলে এই পেশাকে বিচিত্র বলা যায় না। তবে আপনি বিচিত্র বলতে পারেন আমাদের সমাজের খেটে খাওয়া মানুষদের যারা শোষন করেন। যেমনঃ পুলিশ।

আর রাস্তায় খোলা আকাশের নিচে এমন অনেক ব্যবসা আছে যা অনেকেই করছেন।

পোস্টে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.