নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আসুন কিছু সম্পদের ছবি দেখি, কেন সবাই মন্ত্রী এমপি হতে চায়!

১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

শুধু 'সম্পদ' লিখে 'প্রথম আলো' পত্রিকায় সার্চ দিয়েছিলাম (লিঙ্কসম্পদ)! ক্ষমতায় থেকে একেকজন কেমন বিত্তশালী হয়ে উঠছেন তা আপনিও দেখতে পারেন, শুধু কয়েকটা নমুনা পেশ করলাম, বাকী আপনারা খুঁজে দেখতে পারেন! ২০৪১ সাল পর্যন্ত থাকলে উনারা কে কোথায় যাবেন, তা ধারনা করা যাচ্ছে কি! আমার খুব জানতে ইচ্ছা হয় আওয়ামীলীগের সাধারন সমর্থকদের কি এই সব দেখেও কিছু বলতে ইচ্ছা হয় না!




































সবাই ভাল থাকুন, সংবাদপত্র যে হিসাব দিয়েছে তা তাদের নির্বাচনী হলফনামা (দাম দস্তর সঠিক না) থেকে নেয়া, এর বাইরে কত সম্পদ আছে কে জানে!

ধন্যবাদ প্রথম আলো, আপনারা অন্তত সাহস দেখিয়েছেন।

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আয় বাড়ানোর ক্ষমতা থাকলে আয় তো বাড়বেই।

২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

বাকপ্রবাস বলেছেন: এসব দেখতে নেই, পড়তে নেই, বলতে নেই। চেতনায় ভাটা পড়বে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

নাহল তরকারি বলেছেন: তারা কিন্তু মুক্তিযোদ্ধা চেতনার অধিকারী। তারা অবৈধ ভাবে সম্পদ বাড়াতেই পারেন না।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৬

কামাল১৮ বলেছেন: মাথা পিছু আয় বেড়েছে সম্পদ বাড়বে না।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

কামাল১৮ বলেছেন: প্রথম আলোর সম্পদের হিসাব নিন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

ডার্ক ম্যান বলেছেন: যে যায় লঙ্কায়, সে হয় রাবণ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কি এসব নিউজ চোখে দেখেন না?
আর একটা কথা এসব নিউজ অন্যান্য পত্রিকা কেন করে না?

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: যা একটু সাহস প্রথম আলোই দেখায়।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:

আশ্চর্য হওয়ার কিছু নেই।
সম্পদ সবারই বেড়েছে। আপনার আমার সম্পদও বেড়েছে।
একটা উদাহরণ দেই, ২০০৯ আপনি ৫০০০ টাকার একটি বাটন ফোন ব্যবহার করতেন, এখন ব্যবহার করেন দেড় লাখ টাকা দামের আইফোন। হিসেব করেন আপনার আয় কত গুণ বাড়লে এত খরচ করা সম্ভব। আগে যেই বাসায় তালপাতার পাংখাও ছিল না সেই বাসায় এখন দেখি এসি লাগানো।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আয় কার বাড়েনি? সুযোগ পেলে কে বাড়ায় না? আপনার বাড়েনি?

১১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

ঢাবিয়ান বলেছেন: ব্লগার কামাল১৮ , হাসান কালবৈশাখী , অনিকেত বৈরাগী তূর্য্য ,

আপনাদের কাছে জানতে চাই এত সম্পদ বা আয় বাড়ানোর উপায়টা যদি একটূ বাতলে দিতেন। বয়সের সাথেতো দিন দিন খালি দেখি ব্যায় ঊড়াল দিয়া বাড়তেসে। আপনারা জানাইলে আর বিদেশে কষ্ট না কইরা দ্যশে আইসা পড়তে চাই।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

রিফাত হোসেন বলেছেন: আসলে কিছু সমর্থকের লজ্জা নেই। খারাপটাও ইনিয়ে বিনিয়ে ভাল বানিয়ে ছেড়ে দিতে সক্ষম! শেখ হাসিনার প্রচেষ্টা অনেকে ধূলিসাৎ করে দিচ্ছে। যা আমরা দেখতেই পাচ্ছি। উনার অবর্তমান হবে ঘোর অমানিশা। তবে স্থায়ীত্বকাল অজানা।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩১

শাহ আজিজ বলেছেন: লীগ সবার জন্য কামাইয়ের ব্যাবস্থা করেছে । অপরের ব্যাবসায়ে অংশীদারীত্ব থেকে শুরু করে ফুটপাতের ভ্যান ব্যাবসায়িদের কাছ থেকে ডেইলি বা সাপ্তাহিক অর্থ আদায় এবং তা দিয়ে সংসার খরচ , নেশার খরচ সবই উঠে আসছে । পেয়াজের ঊর্ধ্বগতির মহানায়কেরা লীগের বটে ।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১

সামরিন হক বলেছেন: টাকাই টাকা।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: মন্তব্যের উত্তর দিতে ইচ্ছা হয় না, অহেতুক বিতর্কে যেয়ে মন খারাপ করে লাভ কি! অনেকে সত্য মিথ্যাও বুঝতেছে না আজকাল। এদের জন্য আফসোস।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৮

আঁধারের যুবরাজ বলেছেন: দেশের সাধারণ মানুষের আয় বেড়েছে স্বচ্ছতার সাথে। রিক্সাওয়ালা ,পোশাক শ্রমিক ,কৃষক ,মজদুর। কেউ দুর্নীতির সাথে জড়িত না। ২০০৮ এ প্রধান মন্ত্রী বলেছিলেন দলের সকল মন্ত্রী এমপিদেরকে সম্পদের ,আয়ের হিসেবে দিতে হবে। আজ পর্যন্ত তার দেখা নেই সেটা যে উনার বরারের মতো চালবাজি ছিল তা বলা বাহুল্য। আওয়ামীলীগের অনেক মন্ত্রী পেশা হিসেবে মৎস্যচাষী দেখিয়েছিলো অনেক আগে। মাছ বিক্রি করে দেশে আজকাল হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে , উন্নয়নই বটে !

প্রতিমন্ত্রীর লোকেরা ঘুষ নেন আবার ফেরতও দেন!


আওয়ামীলীগের লোকজনই আজকের তাদের দুর্নীতির বেরুচ্ছে বলছে : সম্পদ বেড়েছে ২০০–৩০০ গুণ, কী করে সম্ভব: সুলতানা কামাল

দুর্নীতিবাজদের জন্য যারা ইনিয়ে বিনিয়ে তেনা পেঁচিয়ে সাফাই গায় , জানতে ইচ্ছে করে উনারা " তাদের " কিছু হন বা তাদের সাথে কোনো সস্পর্ক রয়েছে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.