নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের এই দুনিয়া!

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২

সকালে অফিসে এসেই মন খারাপ!

* গতকাল রাতে ছোট ছেলের (ক্লাস থ্রীতে পড়ে) সাথে কথা হচ্ছিলো, আজকাল আমি ওর এক ক্লাস বন্ধু কথা জিজ্ঞেস করলাম, এখন তার সাথে গেইম খেলতে দেখি না কেন। পাশে প্রিয়তমা স্ত্রী ছিলেন, তিনি জানালেন ছেলের সেই বন্ধু খুব বাজেভাবে বড় হচ্ছে, বাবামা দুইজনেই চাকুরীজীবি, সারাদিন বাসাত একা থাকে, অনলাইনে সে এই বয়সেই নানান বিশ্রী বিষয় শিখে গেছে (বাকীটা বুঝে নিন), গালাগাল নাকি তার মুখের সাধারন বিষয়!

* ব্যাগে ৪ বছরের সন্তানের লাশ, ভারতে এআই প্রতিষ্ঠানের প্রধান গ্রেপ্তার (ভারতের ঘটনা)! গোয়ার পুলিশ পরিদর্শক পরেশ নায়েক বলেন, গত শনিবার (৬ ডিসেম্বর) শেঠ তাঁর ছেলের সঙ্গে গোয়ার একটি হোটেলে যান। গত সোমবার (৮ জানুয়ারি) রাতে ছেলে ছাড়াই তিনি হোটেল থেকে বের হন। নায়েক বলেন, শেঠ কামরা থেকে বের হওয়ার পর হোটেলের কর্মীরা সেখানে রক্তের ছাপ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ তখন মোবাইল ফোনের মাধ্যমে ট্যাক্সিচালকের সঙ্গে যোগাযোগ করে এবং শেঠকে নিকটস্থ থানায় নিয়ে যেতে বলে। উত্তর গোয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট নিধিন বলসান সাংবাদিকদের জানান, তাঁর (শেঠ) ব্যাগ খোলার পরই শিশুটির লাশ পাওয়া যায়। বলসান বলেন, গোয়া পুলিশ শেঠকে রাজ্যে ফিরিয়ে এনেছে। তাঁর স্বামী ইন্দোনেশিয়ায় আছেন, তাঁকেও দেশে আসতে বলা হয়েছে। (খবর লিঙ্ক দেখুন)


* আপনারা অনেকেই হেঁটে আমাকে অফিসে আসতে যেতে বলেন, অথচ আমি প্রায় এই ঝুকি বা অন্যান্ন বিষয় রাস্তায় দেখি বা উপ্লব্দি হয়! প্রতিদিনের মতো কাজ শেষে রাজধানীর মৌচাক উড়ালসড়কের নিচ দিয়ে হেঁটে মগবাজারের বাসায় ফিরছিলেন। মৌচাক মার্কেটের কাছে আসার পর ওপর থেকে তাঁর মাথার ওপর একটি ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি (ভিডিওটা আশা করি ইত্যমধ্যে আপনাদের নজরে এসেছে)। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম দীপু সানা (৩৭)। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। কর্মরত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায়। তাঁর স্বামীর নাম তরুণ বিশ্বাস। এই দম্পতির একটি সন্তান রয়েছে এবং নিজে প্যাগ্নেট ছিলেন। (খবরের লিঙ্ক কমেন্টে)


* ঢাকা শহরের কোন রাস্তার ফুটপাত নিরাপদ নয়, একেক বিল্ডিং বানানো ধরছে তো আর শেষ নেই, চলছেই, বছরের পর বছর, সামান্য নিরাপত্তার কথাও চিন্তা করা হচ্ছে না, দেখারো কেহ নেই যেন! সব কিছু ব্যক্তি তার নিজ দায়িত্বে চালাতে হবে, নিজের কর্মে নিজেই সাবধান হউন!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: খবর

২| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: খবর

৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

নয়ন বড়ুয়া বলেছেন: ভারতের কী মর্মান্তিক ঘটনা...
সাবধানে চলাফেরা করবেন...

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: ভারতে এমন অনেক ঘটনা ঘটে যা কল্পনাকেও হার মানায়।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৬

বিজন রয় বলেছেন: অনেক কষ্ট নিয়ে বলতে হয়, শুধু ঢাকা কেন আমাদের গোটা দেশটাই অনিয়মের কৃষ্ণ গহবর।
মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি।

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: এমন মৃত্যু মেনে নেয়া যায় না। সব্ধানে চলাচল করবেন।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

আহলান বলেছেন: সত্যিই দুঃখজনক!

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

সাহাদাত উদরাজী বলেছেন: এভাবেই আমাদের জীবন চলবে, যাবে।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলরে ঢাকা শহরের গজব অবস্থা।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ। কিছু মানুষ ছাড়া সবাই বুঝে!

৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



রাস্তায় হাঁটার সময় মাথায় হেলমেট পরে বের হতে পারেন।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: অহেতুক মন্তব্য!

৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: দেশ মানুষের জীবনের দাম কম।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার মন খারাপ সত্য।
আজ প্রথম আলো গংদের মনও খারাপ। তারা এই খবরটি হাইড করেছে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: আদাচো ভাই আমার, সব কিছুতে আঙ্গুল দিয়েন না! হ্যাঁ, এ রাষ্ট্র আপনাদের মত লোকেদের জন্যই!

১০| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে বাংলাদেশে জীবনযাপন করা সম্ভব নয়।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: না, উপরের একটা কমেন্ট দেখেন, এই রাষ্ট্র ওদের জন্যই সুন্দর ও স্বচ্ছল!

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আতঙ্ক জাগানিয়া বিষয়াদি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.