নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

একটি ভ্রান্তির পোস্টমর্টেম

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

মূর্ছনার মন্ডপে অন্ধকার গিট্ খুলে সেই কবে

আমার ভাংতি কপালে পাখি-কাব্যের ফিসফিসানি- উড়াল-

পংক্তির বিন্যাস করেছিলাম-

রুদ্রাক্ষরের লাল দস্তানা পড়ে তুমি - তোমার স্রোত - অনুভব - অভিমান

আহাজারির খন্ড-বিখন্ড অনুবাদ তখন আধশোয়া শামুক শুন্যতায় বাড়ি যেত -



হঠাত একদিন কেউ একজন আমার আত্মা মুষড়ে দিয়ে বললো-

'মানুষ তার নিজের ভিতর প্রতিদিন নতুন করে জন্মায় '

তারপর ভ্রান্তির আকাশটা বুকের কাছে নামতেই শুরু হলো

ক্রমবর্ধমান আগুনের বিবর্ণ লুটপাট বিচ্ছেদ---



"পৃথিবীর মত একটি গ্রাম নিয়ে প্রিয় জানলাটা কাছে আসে

দখিনের বোতামগুলো টেনে টেনে বুকের উপর খুলে রাখে

কিছু বর্গাকার আঘাত, স্মৃতি শিল্প, গান -

জলকাদায় একাকার শরীরটা কালো হতে হতে

আধমরা সাধ স্বপ্ন-শিল্প নিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ে

আগুনের কুণ্ডলীতে--------------

এ নিংড়ানোতে কোনো দুঃখ নেই ।"



পাখিওয়ালার আত্মহত্যার পর

মার্বেল দুপুরটা আজোবধি আমার আত্মীয়



পাখিওয়ালার আত্মহত্যার পর

মেঘেদের উৎসব ছুঁয়ে মনটা ভিজতে ভিজতে

নেমে আসে ঘাসের উপর, চতুর্দিক মিলিয়ে যায় ডাকতে

ডাকতে জীবনের কাছে কোনো এক সামুদ্রিক গোপনে।



এ গল্পের পোস্টমর্টেম করতে করতে এখন আর ঘুমাতে পারিনা-

চোখে মুখে ডুবুরীর পর্দা ফেলে ভেতরটাকে ঘুম পাড়িয়ে রাখি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগল। চমৎকার।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা----------

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

যাযাবর বেদুঈন বলেছেন: মানুষ তার নিজের ভিতর প্রতিদিন নতুন করে জন্মায়

আর এই জন্ম নেয়ার ক্ষণেই মনের অজান্তে ছায়া ফেলে কিছু অলীকতা যাকে আমরা কল্পনা ভেবে বিভোর হই। কিন্তু সেগুলো আসলে বাস্তবতার প্রতিফলন ছাড়া কিছুই নয়।

পাখিওয়ালার ভেতর যেহেতু আধশোয়া শামুক শুন্যতায় বাড়ি ফিরে যাওয়ার ক্লান্তি ছিল তাই এখানে তার আত্মহত্যা করাটা অর্থহীন। আত্মহত্যা না করে যদি নিরুদ্দেশ হয়ে যেত তাহলে মার্বেল দুপুর কিংবা সামুদ্রিক গোপনে তাকে খুঁজে ফেরার মাঝে অন্যরকম একটা সুখ কাজ করত।

জীবনের কিছু কিছু অধ্যায় এমন ভাবে অমীমাংসিত রেখেই ঘুমাতে হয়।

কবিতায় র ও ড় এর মাঝে কিছুটা সমস্যা আছে ঠিক করে নিলেই হবে।

অনেক ভাল থাকুন আপনি।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

আশিক মুক্‌তি বলেছেন: ওহ টাইপিং মিসটেক ------ আপনিও ভালো থাকুন-----

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

বাংলার পাই বলেছেন: হঠাত একদিন কেউ একজন আমার আত্মা মুষড়ে দিয়ে বললো-
'মানুষ তার নিজের ভিতর প্রতিদিন নতুন করে জন্মায় '---------------বাহ! চমৎকার!

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা----------

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++ অনুসরিত :)

অনেক শুভেচ্ছা রইল ভ্রাতা :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৪

আশিক মুক্‌তি বলেছেন: অনেক অনেক ভালোবাসা অপূর্ণ আপনাকে

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অতি চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

আশিক মুক্‌তি বলেছেন: অনেক অনেক ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.