নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

অরক্ষিত

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩



কাকে বলি - সকালের আলো আমায় আর না দেখুক



যে গাছের ডাল ভেঙ্গে পাখির ছায়া মরে -

যে গাছের ডাল ভেঙ্গে বৃষ্টির ফোঁটা চোখ মুছে উধাও হয়,

তার উপর গোল হয়ে সেই কখন থেকে বসে আছে আমার বিদেশী মন,



ঘরমুখো পাখিদের বুকে হুক আটকে ছিঁড়ি ক্যাকটাস -

ছিঁড়ি নাকফুলের গোপন পেন্ডুলাম -

নিয়তির উলুধ্বনিতে যখন তখন একাকার করি আমাকে -

শুধু কবিতার জন্যে' সমস্ত শহর একদিনের জন্যে ফাঁকা করে

উড়িয়ে আনি রোহিঙ্গা রাতের বিলবোর্ড- '

নিদ্রা বাটন খুলে আবিষ্কার করি সকালের বাসি ঠোঁট আর

ঠিক করি চুমোর বৈজ্ঞানিক নাম;

বিছানার এক পাশে দাড় টেনে সংগম করি এক পাল নিঃসঙ্গতা,

মাধবী লতার বীজ উপড়ে ওদের কাউকে একেবারে উড়ে যেতে বলি-নি।



উত্কন্ঠার ট্রামে ছদ্দবেশে যেতে যেতে মধ্যরাতে অন্যরকম লাগে

সিরামিক পুকুরে ডুবিয়ে দিয়ে যেদিন প্রথম আমার চোখ বাঁধা হলো

বুঝলাম পূর্নিমার রঙে ঘুমের সব'কটা রং থাকেনা -

থাকে শুধু ভুলের সুরিয়ালিস্টি আলোড়ন -

শুক তারার মৌনতা উন্মোচন করে নির্জনতার ডাকনাম

কি করে সন্ধ্যার মুখোশ খুলে আলাদা হয়।





কাকে বলি - সকালের আলো আমায় আর না দেখুক

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:

চমৎকার পক্তিমালা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভ সন্ধ্যা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: ভাল লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

বাংলার পাই বলেছেন: চমৎকার কথামালায় সাজানো কবিতাও চমৎকার।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ------

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.