নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

হরিত রেখা ভরে উঠা জল-রহস্য

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

আমার হাতাকাটা শার্ট জুড়ে শুধুই দুঃখের অনুবাদ,

কোথাও কোথাও কবিতার ইলেকট্রিক শকে পুড়ে যাওয়া

গুন গুন বৃষ্টি, বিচ্ছেদ, জোড়াতালি- সুরঙ- মেঘের নৌকো

সব-ই পড়ন্ত দুপুরে হলুদ পাতার জলপদ্মে মুড়িয়ে থাকা

স্মৃতির উপমা, ঘুরপাক - চোরাবালির গুপ্তজ্বালাপোড়া



জলবারান্দার আঁচল টেনে মোটা রাতের তার বেয়ে নামা

যুবতী শামুকগুলো যেন উঠতি বয়সী নির্জনতার গুপ্তচর----

শরীর কাঁপিয়ে এতোটা দীর্ঘ শীতকাল কোনো দিন আসেনি আর,



জিকিরে জিকিরে জানলার শিক ভেঙ্গে দুরে সরে অলৌকিক দৃষ্টি

বহুদূর লক্ষ্ লক্ষ্ ভূগোল - দেহের ভার- উপহাস-পক্ষপাত, সংঘাত-সমাপ্তি-

ডালের খোসা টিপে চলে অনর্থক পাগলামির মুন্ডপাত,

জোনাকির মুচকি হাসি- ভালো লাগা - কাটা ঘুড়ির পিছু যেতে যেতে

রাতের কপোতে দস্যি হয়ে উড়ি আমি শব্দহীন, ফেরিওয়ালা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

কালো যাদুকর বলেছেন: জানলার শিক ভেঙ্গে দুরে সরে দৃষ্টি বহুদূর লক্ষ্ লক্ষ্ ভূগোল - দেহের ভার-
জোনাকির মুচকি হাসি- ভালো লাগা - কাটা ঘুড়ির পিছু যেতে যেতে
রাতের কপোতে দস্যি হয়ে উড়ে যায় শব্দহীন, ফেরিওয়ালা। --অসাধারন

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৭

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++
বরাবরের মতই ক্লাসিক ।

শুভ সন্ধ্যা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.