নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসার যুক্তাক্ষর

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

অনেকদিন ধরে সানগ্লাসে লুকাই ভৌতিক দুপুর-

ভয়ে নয় তবুও লুকাই



বুক পকেটে মোচড় খেয়ে রাতবিরাতে চিত্কার করে

ইতিহাসের বৈদ্যুতিক তর্জনী ধাক্কা খায় রক্তের গোল টেবিলে,

কবিতা-কলম- জাতীয় ফুল - পতাকায় সাম্প্রদায়িকতা নেই-

থাকতে পারেনা।



মৌলবাদের ট্রাফিক চোখে যখন তখন

চোখ রাঙিয়ে উঠে বুড়িগঙ্গার শুকনো দৃষ্টি,

পত্রিকার পাতা খুলে একটা পাখি একটি অক্ষর কোথাও উড়ে না-

শুধু বিবেকের চামড়া জড়িয়ে ঘুমায় ব-আকৃতির বিপুল হাহাকার

নিষ্প্রাণ সম্পাদকের কি একটুও কষ্ট হয়না?



মানুষের পিঠে গজ ফিতা রেখে পিতৃহীন দীর্ঘশ্বাসের

লাইনগুলো মাপি একেবারে নিঁখুত অঙ্কে -

অথচ রাজনৈতিক ইরেজারে সাদা কালো ফাঁকির বিজ্ঞাপন নিয়ে

মসলিন প্রেমের মতো অনায়াসে এক টোকায় উড়ে যায়

সবুজ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল

আমরা কি সত্যি সভ্য হতে পেরেছি?









(সচলে দিয়েছিলাম এটা ---- এখন আর লিখিনা ওখানে )

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নীচের লাইনটায় এসে থমকে দাঁড়ালাম ---------সত্যি কথা বলেছেন

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: পত্রিকার পাতা খুলে একটা পাখি একটি অক্ষর কোথাও উড়ে না-
শুধু বিবেকের চামড়া জড়িয়ে ঘুমায় ব-আকৃতির বিপুল হাহাকার
নিষ্প্রাণ সম্পাদকের কি একটুও কষ্ট হয়না? + ++++ শেষ প্রশ্নটা অনেক কঠিন ।

এখানেই লিখুন :)
শুভেচ্ছা :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন । পড়ে ভাল লাগল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.