নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

মেঘের দোয়াতে ভেজা নিঃশ্বাস

০২ রা অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩২

বিভ্রান্তির পিদিমে ঝিমুতে ঝিমুতে মরা ভাতে আঙ্গুল চেটে-পুটে
এখন পার হয় সাজানো রাতের খুন সংসার মুখরতা,

ভেজা মগজে গন্ধকের দাগ মুছে মুছে হে প্রভু এ ঘরেই
বারোমাস নিথর বুকে দিগন্তের খিল আটকে সারাটা নদী
লালা হয়ে যেমন খুশি তেমন সেজে নিরবে নিরবে নেমেছে;
চিরনিদ্রায় লালিত বেহালায় স্মৃতির রক্তপাত,আমরণ ক্ষত
লুকোচুরি, কন্ঠের যেটুক উঠে ত্রিশ বছর ধরে শুধু কবিতার
শিরোণাম ছুঁয়েছে, ছুঁয়েছে কষ্টের প্রহর, উষ্মা ঠিক তার
মাঝামাঝি শান্ত ধুতির শোক মাঞ্জা পরিহিত আমিই একমাত্র
নিভৃতচারী, পাখি -প্রেমী, শোক-বিজের মাতাল পুরুষ;

যার গান শুনে সাঁজঘর চারেদিক চোখবুজে হয়েছে
রোদ্দুর - অবেলার আনন্দ কুঠির, কখনো
কাঠের কঙ্কাল, খামে ভরা
শূন্যতার সে কী অপূর্ব স্বাদ
শীতের ভ্রুণে লোকালয় তখনো বোবা
সদ্য ফোটা বুদবুদের কথামালায়
ঘটনাটি জানতো কেবল বাতাস
একবার বেরিয়ে গেলে কোনদিন ফিরবোনা আর

হে প্রভু - জলের চাকায় চিরলোকে ঘুরে ঘুরে শুধুমাত্র
তোমায় চেয়েছি, চিলের চুমু খেয়ে স্বপ্নে মাখা
রাতভর সাদা-কালো ফাঁকির বিজ্ঞাপন আর যাই হোক
মাছের ঘাম ভাংচুর নয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার কবিতা ।+++++++++

ভালো থাকবেন সবসময় :)

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা রইলো

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

sraboni বলেছেন: অসাধারণ

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

আশিক মুক্‌তি বলেছেন: ভালোবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.