নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

এ - মুহুর্তে

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২

কি আর দেখাবো তোমাকে
সূর্যের মতো স্মৃতিও পুড়ে ছাই,
কি আর দেখাবো তোমাকে
মাছের ঝাঁক থেকে বহু আগেই হারিয়ে
গেছে জীবন্ত প্রেমের গন্ধ,

আজকাল শুকনো পদ্মের চুম্বনে বন্ধনে
ডোরাকাটা জলে কেবল-ই তলিয়ে উঠে একটি উল্টো
নদীর গাল, অনেকটা মানুষের মতন।
কলঙ্কের নরম দাগে লেগে থাকা যেন পুরোটাই জলেরস্তম্ভ,
কিন্ত কোথায় ঘাট কোথায় উঠোন কোথায় সিঁথি - সুড়ং
গাছের চোখে চোখ রাখলেই নাকি দুপুরের স্বাদে মেটে যায়
দেবতাদের তুলকালাম নষ্টামি ভরা পিপাসা।

কী আর দেখাবো তোমাকে
আজকাল কেউ ডাকলে মনে হয়
সূর্যের মতো স্মৃতিও পুড়ে ছাই হয়ে
মুঠোর ভিতর অনায়াসে কচলে যায়
এক টুকরো অন্ধকার গর্ভকাল।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.