নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

অনির্ণীত বোধের জিয়ল রেখা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

কিছু বুঝে উঠার আগেই আয়নার জল- কূল
খালি করে ভেসে যায় ভাঙ্গা সিঁড়ির দ্বীপ,
পাখিদের জখম নিয়ে জোসনার কফিনে আসে
মৃত মুখের বকুল,
আমার সুপ্রাচীন দুঃখের পটে আঁকা
ওসব পরিযায়ী সুখের ছায়া।

কিছু বুঝে উঠার আগেই ডানা মেলে আমার গা
থেকে জামা খুলে চলে যায় পাহাড়,
কানা মাছির ডুব দিয়ে কবরে কবরে
কখনো সমুদ্রে আঁধারে অপরাজিতার নাম করে
কেটে রেখে যায় এক জীবনের পরাজিতকাল।

বেঁচে থাকার নাম করে আগুনের কুসুমে দিনরাত
পুড়ে ফোটে বিষ নিয়ে কিছু বুঝে উঠার আগেই
দিয়ে যায় ভালোবাসার বিপুল প্রলোভন

বলা হয়নি
বলা হয়নি যা বলতে চেয়েছি
ভাটার দেয়ালে নিঃশ্বাসে রোধ করে তোমার জন্যে
প্রতিনিয়ত ইচ্ছেরা হয় অন্তসত্বা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.