নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

দু'টি কবিতা

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

চন্দ্রাহত অক্টোপাস
--------------------
কোনো এক ঝড়ের ঋতুতে পেয়েছিলাম এক বাক্স ডালিম ফুলের সর্বনাশ

এরকম ঋতুচক্রে ঘুমে মাছের লেজে চিমটি কেটে কোনোদিন বদলে যায়নি
জ্যান্ত কবিতার সাধনা সম্পর্ক।মন ভাঙ্গার মুগ্ধতা নিয়ে পাগলা গারদ
বেয়ে দিনকে দিন পবিত্র হয়েছে চরিত্রহীন সিঁদুর, জেনেও কেউপ্রতিবাদ করেনি

একটু সুখের আশায় নিজ দেহে অভ্যন্তরে চুমু দীঘি রচনা করে যে সাধক
মুরাদ প্রকাশ্য আড়ালে বিতাড়িত,
এক সময় ছাড়া পেয়ে আলোর পাখায় রঙ পাল্টে তার কাছে সাদাসাদা
ছায়া হয়েছে নির্বাচিত দুঃখের বিজ্ঞাপন।


একটি মরাল সাঁতার ও তার চিত্রাঙ্কন
--------------------------------------
নির্মল স্রোতগুলো গেল গভীর বনের দিকে। যেতে যেতে ওরা চিনল নীল তিমির বংশধর কিছু ডানা অলা স্পষ্ট অতীত, আমাকেও ।
শোকার্ত মাটির ফুল নিয়ে ওরা গেল পৃথিবীর কাছে, ওরা দেখলো উপত্যকার উপর রক্তাক্ত আঙ্গুলগুলো ঘিরে রেখেছে ঘুনপোকা -- দেখলো আমাকেও।

নদীটা শেষ না হতেই আমার দিকে হা করে তাকালো আগুনের কাঠামো --- জুতো ভর্তি এক জোড়া জন্মের দাগ নিয়ে যেতে যেতে ভাবছিলাম কোথায় যাবো -- দিদি তো মরে গেছে।

যুদ্ধের পর থেকে সেই অবশিষ্ট জানালায় মরাল সাঁতার ও তার চিত্রাঙ্কন করে যায় পারুলের অবয়ব।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি বেশি ভাল লাগলো ।

২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কবিতায় ভালো লাগা।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

কবিতায় ভালো লাগা।

৪| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫২

মৌসুমী মালা বলেছেন: খুব সুন্দর !!!

৫| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সুদীপ্ত সরদার বলেছেন: খুব সুন্দর!

৬| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ২য়টি ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.