নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন-ই মানুষের সবচেয়ে বড় পাঠক

- দিন যায়--- স্মৃতি সময় বার্ধক্য মনের ভিতর স্থির লব্দি টেনে শান্ত হয়ে আরও কাছে আস-- মনে মনে আরও কতো কী লুকিয়ে দিনশেষে মানুষ শুধু ঘরমুখী হয়

আশিক মুক্‌তি

আমার সব সময় কি মনে হয় জানো আমার সবসময় মনে হয় পৃথিবীর কোথাও মৃত্যুদন্ড নামের কোনো শাস্তি থাকবেনা যতোদিন মৃত্যুদন্ড থাকবে ততোদিন কখনো না কখনো ভুল ক্রমেই হয়তোবা কোনোনা কোনো নিরপরাধের ফাঁসি হয়ে যাবে ----------------------------কোথাও কেউ নেই - হুমায়ুন আহমেদ

আশিক মুক্‌তি › বিস্তারিত পোস্টঃ

মীনের আকুতি

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

স্নানের সরঞ্জামাদির মধ্যে ফুটেছিল ঋতুচক্র , ভাষাহীন ঠোঁটের তিল
খসে ওই বছর জন্মেছিল পাগলা হওয়া আর দুরন্ত বৈশাখ। সে বছর
কংক্রিটের স্তনের ফাঁকে শহর পেয়েছিল অনন্ত বিশ্রাম,

কাব্য কারিগর মরে গেলে
আমার পিতৃনাম মুছে তুমি প্রস্তাব করে গেলে জারজ প্রেমে দ্রোহ দুর্দশার মন্থনের নকশা। দুপুরের দ্বীপে ঠাঁই হয়নি বলে ভাঙ্গা হাড়ের শুকনো মজ্জা চুষে চুষে থামেনি কোথাও,

কালবোশেখী বললো যে মাহুত আমার চোখ বেঁধে দিয়েছিল অন্তহীন খর দৃষ্টি স্বাদ ।কালো বলে বলোনা যেন আমিই স্নানঘরে ফোটা একমাত্র অজ্ঞাত আড়াল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.