নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

How To ১২টা বাজাবাজি Of বাংলা ভাষা !

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:২১

সেদিন আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফেবুতে কথা হচ্ছিল। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে তার অনেক আগ্রহ। তাই মাঝে মাঝেই আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেন, আমিও খুশিমনে তার কৌতূহল মেটানোর চেষ্টা করি।



সেদিন আমাকে বললেন, "You guys are just disgrace to your Country and language...do you know that ?"



আমিঃ What's wrong man ? You seem angry



আমেরিকানঃ (বঙ্গানুবাদ) সেদিন সুপারশপে কিছু বাঙালিকে দেখলাম । বাংলা , হিন্দি , ইংরেজি মিশিয়ে কি যে এক বিচিত্র ভাষা বলছিল শুনে আমার নিজের কাছেই খারাপ লাগলো। আমি তো তাদের কাছে বিদেশি, তাদের সাথে এ ব্যাপারে কথা বলা আমার সাজে না। তাই তোমার কাছে শুনতে চাইছি।

বাঙালি কমিউনিটির অনেক অনুষ্ঠানে গিয়েছি, সেখানেও দেখি এরকম মেশানো ভাষা...এরকম ভাষা বলে নিজেদের তারা আধুনিক ভাবছে , কিন্তু এটা যে তার সংস্কৃতির অপমান সেটা তার মাথায় নেই।



আমিঃ (বঙ্গানুবাদ) কিছু মানুষ সবসময়ি থাকে যারা নিজের জাতির ক্ষতি করে অনেক মজা পায় ... এরকম লোক থাকেই ভাই ... এটা নিয়ে ভেব না।



আমেরিকানঃ তুমি তোমার দেশের মানুষদের বলো যেন তারা এভাবে এত সুন্দর ভাষাটার অপমান না করে। আমি আমেরিকান, কিন্তু নিজেদের দেশের সংস্কৃতি আমরা কিন্তু রক্ষা করে চলি ... এক্ষেত্রে কোন ছাড় নেই ভালো থেকো ... আজ আসি ( এই বলে অফলাইন হয়ে গেল সে )



*** একটা বিদেশী মানুষ যখন আমাদের ভাষার ভুল ধরিয়ে দেয় তখন বুঝতে হবে আমরা আমাদের মাতৃভাষাকে কতটা বিকৃত করে ফেলেছি। তারপরেও তো আমরা বাংরেজি বলেই যাব আর আমার ভাষার ১২টা বাজাবো ...

যেটুকু না হলেই না সেটুকু বাদে আমরা কি এই অযাচিত "স্মার্টনেস" পরিহার করতে পারি না ???



না পারি না কারণ এটাই "স্মার্টনেস" বাংরেজি না বললে "স্মার্টনেস" হয় নাকি ???

আগে "স্মার্ট" হই তারপর ভাষা বাচানো যাবে ... তাই না ??

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ বিকাল ৪:২৮

নতুন বলেছেন: এখন খুব কম মানুষই পাবেন যে শুদ্ধ বাংলায় কথা বলে...

আমাদের বাংলাও ভ্যাজাইলা হইয়া গেছে...

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৪০

আগুনে পাখি বলেছেন: সহমত।
তবে আমাদের কোন চেষ্টা দেখি না ... এটাই খারাপ লাগে

২| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৫

আজবছেলে বলেছেন: ভাই খাটি বাংলা খালি পরিবার আর দোস্তো গো লগে বলা যায়। অন্যান্য জায়গায় বইলা দেখেন, খ্যাত বইলা উপাধি পাইবেন আর মুরুব্বিদের সামনে বললে, ২ টা "ব" মার্কা উপাধি পাবেন, মানে "বদেন" এবং '"বেয়াদব"। :-< :-< :-< :-<

মজার উদাহন দিইয়া শেষ করি, বাসায় থাকলে আমার কই পোলাও আর দাওয়াতে গেলে সেটা রাইস হইয়া যায়, B-)) B-)) B-)) B-)) B-))
এক বিয়ার দাওয়াতে রাইসরে পোলাও বলার কারনে বেয়াদব উয়াপধি পাইছি। B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.