নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

ছাত্ররাজনীতি ও পাগলা কুকুর

০৫ ই জুন, ২০১৪ রাত ১:৪৫





আজকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে এক ছাত্র নিহত হয়েছে।

নিহত হওয়ার কারণ আর কিছুই না ---পলিটিক্স :/ :/



কে , কেন , কিভাবে , কাদের দ্বারা ছেলেটা মারা গেল সেটা বলে কালক্ষেপন করবো না - কাল সেটা খবরের কাগজে জেনে যাবেন।



যেটা জানবেন না সেটা হচ্ছে , ছাত্ররাজনীতির আড়ালে আসলে মেধাবী শিক্ষার্থীদের তৈরী করা হচ্ছে পাগলা কুকুর হিসেবে।

আজ বাদে কাল যে ছেলেগুলো ডাক্তার হবে তারা যদি এরকম নিম্নস্তরের কুকুরের বাচ্চার মত আচরন করে , তবে এদেশের কেউ নিরাপদ না :(



রাজনৈতিক দলগুলোকে চিনি - বেশ ভালো করে চিনি।

নামেই তাদের আদর্শ আলাদা ।

বাস্তবে সবগুলোই একটা চার আনা পয়সার এপিঠ ওপিঠ।



মেডিকেলে তো হলোই, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দেখুন ?

একেকটা যেন ক্যাডার, গুন্ডা তৈরীর আখড়া :/



কিছু হলেই মেরে ফেলতে হবে ?

একটা জীবন কেড়ে নেয়ার আগে ভাবলি না তোরা সেটা কতজনের মুখের হাসি কেড়ে নেয় ???



একটা মায়ের বুক খালি করে কি পেলি জারজের দল ????



হাসিনা ও খালেদা ম্যাম, আপনারা দয়া করে শুনুন (যদি সে ক্ষমতা আল্লাহ পাক আপনাদের দেন) --

আপনাদের পুর্বসুরীরা দেশের জন্য অনেক কিছু করে গেছেন,

আর আপনারা যে ছাত্রসমাজকে গুন্ডাসমাজ বানাচ্ছেন -

এদের হাতেই একদিন বাংলাদেশের দায়িত্ত্ব বর্তাবে -

সেদিন তারা যা যা পাপ করবে -

তার ভাগীদার আপনারাও হবেন --- এই বলে রাখলাম



পুনশ্চঃ এবার ভোট দেয়ার সুযোগ ছিল , কিন্তু দিতে পারিনি।

এখন মনে হয় ভালোই করেছি,

যাকে ভোট দিতাম সে এমন গুন্ডামি করলে আমাকে শেষ বিচারের দিনে তার পাপের ভাগীদার করা হবে ...... এবং তা হবেই।



দ্বিতীয় পুনশ্চঃ কুকুর একটা শান্ত , প্রভুভক্ত প্রানী। এরকম ভালো প্রানীর সাথে এই জারজগুলোর তুলনা মানায় না। একমাত্র শুয়োর হতে পারে এদের সাথে তুলনীয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:৫৩

পংবাড়ী বলেছেন:


"
যাকে ভোট দিতাম সে এমন গুন্ডামি করলে আমাকে শেষ বিচারের দিনে তার পাপের ভাগীদার করা হবে ...... এবং তা হবেই।
"


-যে মরেছে, সে কি ছাত্র রাজনীতিবিদ ছিলো? শেষ বিচারেরদিন হয়তো দেখবেন যে, বিপ্লব করছে!

০৫ ই জুন, ২০১৪ রাত ২:১৫

আগুনে পাখি বলেছেন: সে যেই হোক, এভাবে কেন মারবে ??

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ২:১৫

হৃদয়ের স্পন্দন বলেছেন: দ্বিতীয় পুনশ্চঃ কুকুর একটা শান্ত ,
প্রভুভক্ত প্রানী। এরকম
ভালো প্রানীর সাথে এই
জারজগুলোর তুলনা মানায় না।
একমাত্র শুয়োর হতে পারে এদের
সাথে তুলনীয়।




সহমত।

৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ২:৪৪

পংবাড়ী বলেছেন:



মৃত ছাত্র যদি চাত্র রাজনীতি করে, তার মৃত্যু হওয়া স্বাভাবিক; কারণ স নিজেই ভুল পথ, মৃতয়ুর পথ বেছে নিয়েছে।

ছাত্র রাজনীতি একটা ভুল শব্দ, ভুলের মাশুল দিতে হয়!

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:০১

আগুনে পাখি বলেছেন: আপনি বোধহয় সেই প্রবাদটি ভুলে যেতে বসেছেন - "পাপকে ঘৃনা কর, পাপীকে নয়"

৪| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১১

মাইরালা বলেছেন: পুরোপুরি সহমত।

বাংলাদেশের নোংরা রাজনীতির খেলায় নোংরা মানুষগুলোই থাকুক।

ছাত্র রাজনীতি বন্ধ হোক।
ছাত্র রাজনীতি বন্ধ হোক।
ছাত্র রাজনীতি বন্ধ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.