নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

কিছু পাগল ছাগল ও একটি "ভাষা আন্দোলন সমগ্র"

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫



(এখানে কোন দলের পক্ষে-বিপক্ষে বলা হচ্ছে না। যেটা সঠিক সেটাই তুলে ধরা হচ্ছে)



সম্প্রতি এক নেত্রীর পুত্র বলেছেন, একটি রাজনৈতিক দলের স্লোগানে জিন্দাবাদ আছে যা কিনা একটি উর্দূ শব্দ - তাই সেসকল দলের লোকজনের পাকিস্তানে চলে যাওয়া উচিত।



বেশ কথা !!



মানলাম তিনি যেটা বলেছেন সেটাই সঠিক। এখন সেটা সঠিক বলে গণ্য করলে নিচের কিছু সমীকরনও সত্য হবে --



১) "জয় বাংলা" স্লোগানে "জয়" একটি হিন্দি শব্দ। তাই তাদের ভারতে যাওয়া উচিত।



২) BNP শব্দে "Nationalist Party" আছে যা ইংরেজি। তাই তাদের ব্রিটেনে চলে যাওয়া উচিত।



অনুসিদ্ধান্তঃ লোকে বলে আমার পিতৃপ্রদত্ত নাম নাকি ফারসি ভাষা থেকে নেয়া , তাহলে আমারও ইরানে চলে যাওয়া উচিত।



আমজনতার ভাষ্যঃ এসব লোক উচ্চশিক্ষিত হয়েও কেন যে এমন নিম্নশ্রেণির বাণী নিঃসরণ করেন তাঁর রহস্য আজও অজানা। দেশে এই মূহুর্তে দরকার সহনশীল মতবাদে বিশ্বাসী সরকার, দল-মত সকলের উর্ধ্বে কাজ করার মত লোক । দরকার কথায় নয়-কাজে দেখিয়ে দেয়ার মত লোক।

সেসব লোক তো দেশে কোন দলেই নেইই, আছে শুধু একে অন্যকে দোষানোর সংস্কৃতি - তার ওপর বিদেশ থেকে ডিগ্রী নেয়া লোক দেশে এসে আবোল-তাবোল বকে যাচ্ছে :/ :/



আগে দেশ ঠিক করেন। সন্ত্রাস নিয়ন্ত্রন করেন, দ্রব্যমূল্য নাগালে আনুন, দলবাজি দূর করেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।



এরপর যত চান একে অন্যের ভাষা নিয়ে আন্দোলন করেন - কেউ কোন অভিযোগ করবে না X((

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

নিষ্‌কর্মা বলেছেন: বাবা জয়, বলো তো আওয়ামি শব্দটা কোন ভাষা থেকে এসেছে?

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

আগুনে পাখি বলেছেন: এইটা লিখতে গিয়েও লিখলাম না ... ওরাই বুঝে নিক যদি ওদের মাথায় আদৌ কিছু থাকে :P

২| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০

মুদ্‌দাকির বলেছেন: তাকে জিজ্ঞাস করা উচিৎ যে উনি আওয়ামীলিগের নাম পরিবর্তন করবেন কিনা? কারন ঐ শব্দটাও বাংলা নয়। বরং উনার নানার বন্ধু ভুট্টোর দেশের, এই বেকুব তাও জানত না !!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১

াহো বলেছেন:

জয় বাংলা একটি রাজনৈতিক স্লোগান যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণকে তাদের মুক্তিসংগ্রামে প্রবল ভাবে প্রেরণা যুগিয়েছিল .জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস। সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিত ভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে জয় উদযাপন করত

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন সময় "জয় বাংলা" ব্যবহার করা হতো। এই বেতার কেন্দ্রের স্বাক্ষরসঙ্গীত ছিল জয় বাংলা, বাংলার জয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ১১ এপ্রিল ১৯৭১ তারিখে প্রচারিত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহ্‌মদের প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল‍ "জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ‍" স্লোগান দিয়ে।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫

আগুনে পাখি বলেছেন: কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই যে ... একটা রাজনৈতিক দল এই স্লোগানটাকে নিজের দখলে নিয়ে যাচ্ছেতাই করে বেড়াচ্ছে ...

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০

আয়রন ম্যান বলেছেন: জিন্দাবাদ যদি পাল্টাতে হয় তাহলে আওয়ামী শব্দটাও পাল্টাতে হবে। কারণ এটিও একটি উর্দু শব্দ। সেই সাথে আরো যে শব্দগুলো পাল্টানো দরকার সেগুলো হলো গুলিস্তান, গুলশান, শাহবাগ, ইনকিলাব, ইত্তেফাক, গুলফিশান, কাহকাশান (ভিআইপি কমকর্তাদের আবাসস্থল) ইত্যাদি শব্দ।
মাননীয় জয় সাহেবকে একটা প্রশ্ন করা দরকার বলে আমি মনে করি- ফার্সি থেকে উর্দুতে রূপান্তরিত ‌জিন্দাবাদ শব্দটা কি পাকিস্তানীদের পৈত্রিক সম্পত্তি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.