নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক নাকি লাইফবুক ??

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩৪

আমার এক ফেবু বন্ধু আজ লিখেছে "ফেসবুককে যেন লাইফবুক বানানো না হয়" -- কথাটার সাথে একমত পোষন করলেও কম হবে, ওকে সত্যি খাওয়ানো দরকার ছিল।

সারাবিশ্ব নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার। কিন্তু আমাদের দেশের তরুণসমাজের প্রতিদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে ফেসবুক। যার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সে প্রতিদিন একবার হলেও দেখে, আর নিয়মিত ব্যবহারকারী (আমার মত) হলে তো মিনিটে-মিনিটে না দেখলে ভাত-পানি Digestion হয়না।

ফেসবুককে রীতিমত এখন জীবনের ভার্চুয়াল পর্যায় বানিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম। বাস্তব জীবনে হয়তো আমরা মাঝে মাঝেই হাসি-ঠাট্টা-মশকরা করি, ঝগড়া-বিবাদ-মনোমালিন্য হয়, এসব আমরা একসময় ভুলে আবার আগের মত হয়ে যাই। কিন্তু ফেসবুক আসার পর সবাই ঝগড়া হলেই স্ট্যাটাস, আনফ্রেন্ড, ব্লক করে দেয় - ফলে যে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছিল, তা আবার রূপ নেয় কদর্য তিক্ততায়।
-ফলাফল, বন্ধুত্ত্বে "আড়ি"

*অমুক মেয়ের/ ছেলের ছবিতে লাইক দিয়েছে কেন?????
-ফলাফল, Break-Up, Divorce

*অনেকে রিয়েল লাইফে অনেক ভালো মানুষ, ফেসবুকে হয়তো মনের কথাটি লিখেছেন, কারও সাথে হয়তো বা তা আদর্শে মিল হয়নি।
-ফলাফল, ধর, মার, বের করে দে...

*আর এর সাথে বিভিন্ন পরিবারের মধ্যে কথা ও ছবি চালাচালির মাধ্যমে সম্পর্ক নষ্টের খবরও আমাদের অজানা নয়।

#এখন কথা হলো, জীবনটা বেশি জরুরী নাকি ভার্চুয়াল জগত ?
ফেসবুক অবশ্যই জরুরী, আমার সব নতুন পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো ফেসবুক।

কিন্তু ফেসবুককে নিজের বাস্তব জগতের সাথে না মেলালেই নয়?
আমার সাইকিয়াট্রির এক স্যার বলেছিলেন, #Life - #Facebook = #Good_Life :)

আমার পক্ষে তো পুরোপুরি বাদ দেয়া সম্ভব নয়, তাই কিছুই করিনা। এরকমের ফালতু লোক দেখলে এড়িয়ে যাই।

ফেসবুককে রিয়েল লাইফ বানানোর যে চেষ্টা, তার ফল পেতে আর বেশিদিন হয়তো লাগবে না। একদিন বিয়ে-তালাক হবে ফেসবুকে, সব আন্দোলন রাজপথে না হয়ে হবে #হ্যাশট্যাগ দিয়ে, ঠুনকো সম্পর্কে ছেয়ে যাবে চারিদিক, মানুষ মানুষকে মুখে নয় - ফেসবুকের স্ট্যাটাস দেখে বিশ্বাস করবে ...... শুনতে হাস্যকর শোনালেও এটাই সত্যি।

ইদানীং ধর্ম নিয়েও মারাত্মক ব্যবসা চলছে সবজায়গায় যেটা দেখলে এমনিই কোন শিক্ষিত লোক ভ্রু কোঁচকাবেন। "আল্লাহর এই আয়াত শেয়ার করলে কালই একটা ভালো খবর পাবেন, না হলে ২০ বছর কষ্ট পাবেন" -- এরকম।

WALL-E নামে একটা অ্যানিমেটেড মুভিতে দেখেছিলাম সবাই সবাইকে ভার্চুয়াল লাইফে চেনে, সেখানেই কথা-বার্তা সবকিছু। একবার কোন এক কারণে সবার মুখোমুখি দেখা হয়ে যায় ,তখন সবাই অবাক......তারা ভুলেই গিয়েছিল যে আসল জগত বলে কিছু আছে।


ফেবু চালান, তবে ফেবুকেই জীবন-মরণ ভাবার কারণ নেই। এটা একটা কৃত্রিম জগত মাত্র, এটা নিয়ে সিরিয়াস না হয়ে বাস্তব জীবনকে সিরিয়াসভাবে নিন :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৫৮

বাংলার জামিনদার বলেছেন: ফেসবুকে যে মজা, তা কি অন্য কোথাও আছে নাকি। মজা পাই তাই খাই।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২০

আগুনে পাখি বলেছেন: অতিরিক্ত খাওয়াতে সবই বদহজম হয় একসময় :)

২| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:০৩

অবনি মণি বলেছেন: ঠিক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.