নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনী নিয়ে কেন এই মিথ্যাচার ?

০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৬

আজ সন্ধ্যায় ফেসবুকে বন্ধুদের পোস্টগুলো দেখে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকালো। একজন একটা ভিডিও শেয়ার দিয়েছে যার প্রথমেই কিনা একজন সেনাসদস্যের হাত-পা-মুখ বাধা চিত্র।

দেখে খারাপ লাগলো। পরে পুরো ভিডিওটা দেখলাম...পুরো ভিডিওজুড়ে একটা কথাই বারবার বলা হয়েছে, আর তা হলো "আওয়ামী লীগের কথা মেনে না চলায় সেনাসদস্যদের ওপর নির্যাতন"।

ভিডিওর লিংকঃ https://goo.gl/JV7wIZ

ভিডিওটা শেয়ার করেছেন Zahid F Sardar - Saddi নামে একজন।
তার পেজের লিংক - https://goo.gl/aqzjao

এখন সমস্যা হলো, তার ভিডিওটা পুরোটাই বানোয়াট ও ভুয়া। কারণ ইউটিউবে এটা ২০/০৫/২০১৩ সালেই আপলোড করা হয়েছে। আর ভিডিওটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সের একটা পানিশমেন্টের ভিডিও, যাকে অনেকে "Gagging" নামেও চেনেন।

আসল ভিডিওর ইউটিউব লিংকঃ https://goo.gl/DmCfrN

এখন কথা হলো, আমি কোন আওয়ামী দালাল নই কিংবা বিএনপির এজেন্টও নই, সাধারণ একজন নাগরিক মাত্র। এই দুটো দলই এদেশে স্বচ্ছ রাজনীতি করতে চরমভাবে ব্যর্থ এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সবচেয়ে খারাপ লেগেছে যে বিষয়টা, তা হলো দেশের গর্ব সেনাবাহিনীকে নিয়ে এই নোংরা খেলাটা না খেললেও পারতেন তিনি। তার প্রোফাইল মতে তিনি একজন বিএনপি নেতা। আমার তা নিয়ে আপত্তি নেই।

আপনাদের আন্দোলন করতে হয় মাঠে গিয়ে করেন। কিন্তু দেশের সম্পদ নিয়ে এভাবে বাজে, মিথ্যা ও বানোয়াট কথা বলার অধিকার তাকে কেউ দেয়নি।
এখন সবাই জানেন রাজনৈতিক ময়দানে বিএনপির অবস্থা বেশি সুবিধাজনক নয়। দেশের স্বার্থে আমরাও চাই দলটি ভালো অবস্থানে এসে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করুক। কিন্তু এসব মিথ্যাচার দিয়ে দেশের ক্ষতির চেষ্টা করলে সাধারণ জনগণকে পাশে পাবে না বিএনপি।

অতঃএব আপনি বিএনপি বা আওয়ামী লীগ সমর্থক যাই হন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু মনে রাখবেন, দেশ-দেশের মানুষ ও দেশের সম্পদ সবার আগে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৮

এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৫ রাত ৯:০৬

আগুনে পাখি বলেছেন: শুভকামনা রইল ভাই।

২| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:০২

এস আলভী বলেছেন: আমাদের আস্থার প্রতিক জাতীয় সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো কারো জন্যই কাম্য নয়।

৩| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: এইরকম কিছু আবাল থাকলে বিএনপির ডুবতে বেশি দেরী নাই।

এইটা বেসিক কমান্ডো কোর্সের সামান্য একটা পার্ট। এডভান্সড কমান্ডো কোর্সের নমুনা হাতে পাইলে এরা কি করতো?

০৭ ই মে, ২০১৫ রাত ৯:০৫

আগুনে পাখি বলেছেন: সহমত।

সেটা পেলে এরা বলত। সরকারের বিরোধিতা করায় সেনাসদস্য তিলে তিলে হত্যা :)

৪| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:১০

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তার বিষয়.... !! :((

৫| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৩

আজকের বাকের ভাই বলেছেন: বীজের মাঝে ধুলো থাকেই, তবে এমন মানুষ জন্যই আমাদের রাজনৈতিক অঙ্গন খারাপ হচ্ছে।

৬| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৩৯

নতুন বলেছেন: দেশের বিরাট জনসংখ্যা হুজুগের জন্য অপেক্ষা করে..... :(

৭| ২৯ শে জুন, ২০১৫ রাত ২:১৪

উর্বি বলেছেন: পাইসি খুইজ্যা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪

আগুনে পাখি বলেছেন: চৌধুরি সাব, কি খবর??

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

উর্বি বলেছেন: ভালাচি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.