নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

অন্যায্য ভ্যাট বাতিল হয়েছে, এবার কোটা বাতিলের পালা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১



বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলভাবে তাদের আন্দোলন শেষ করেছে, তাদের ওপর চাপিয়ে দেয়া অন্যায্য কর বাতিল হয়েছে।
তাদের অনেক অভিনন্দন।

আপনারা পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখে থাকবেন সম্প্রতি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বেশ কিছু আন্দোলন সংগঠিত হয়েছে যার মধ্যে মেডিকেলের শিক্ষার্থীদের "ক্যারি-অন" ফিরিয়ে দেয়ার আন্দোলন, ইন্টার্নিদের ভাতা বৃদ্ধির আন্দোলন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের পে-স্কেলের অসামঞ্জস্যতার কারণে আন্দোলন ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
কিন্তু আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে আছি, তাদের আবারও এক হওয়া প্রয়োজন আরেকটি জোরালো দাবি নিয়ে।

আর তা হলো, "কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলন"।

সমীক্ষায় দেখা গেছে, বিসিএস পরীক্ষায় নানারকম কোটা (মুক্তিযোদ্ধা, লিংগ, উপজাতি, অউপজাতীয় বাঙালি, জেলা কোটা ইত্যাদি) দিয়েই প্রায় ৯০% পূর্ণ করা হয়। বাকি ১০% আসে মেধা থেকে।

এখন বিসিএস পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে উত্তীর্ণ পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টরে সরাসরি অংশ নিচ্ছে, আর সেখানে যদি মেধার চেয়ে কোটাকেই প্রাধান্য বেশি দেয়া হয় তবে সেই দেশের ভিত্তিমূল অচিরেই নড়বড়ে হয়ে পড়বে - তুলনামূলক বেশি চৌকস ও মেধাবীরা সুযোগের অভাবে হারিয়ে যাবে।

এখন আমার মতে, এদেশের "ঐতিহ্য" অনুসারে কোটাপ্রথা এক নিমেষেই বিলুপ্ত করাটা অসম্ভব। তাই মেধাতালিকা থেকে অন্তত ৮০% ও অন্যান্য কোটা থেকে ২০% এভাবে প্রথমে শুরু করা হোক। পর্যায়ক্রমে কোটার পরিমাণ কমিয়ে আনা যাবে।

বিসিএস ও অন্যান্য চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ ও অযোগ্যদের দূরে রাখতে কোটাপ্রথার বিলোপের কোন বিকল্প নেই।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৫

কালীদাস বলেছেন: আমি জানতাম ৬০ভাগের মত :|
পারসোনালি আমি মনে করি, মুক্তিযোদ্ধা আর উপজাতীয় ছাড়া বাকি সব কোটাই অন্যায়ের প্রতিচ্ছবি। এবং এই দুইটা কোটাতেও নিয়মগুলো পরিমার্জন করা উচিত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩১

আগুনে পাখি বলেছেন: Quota Distribution:
The Quota is distributed on the basis of final merit list, quota reserved for matching the choice of the candidates and the availability of the posts. Percentage of Quota distribution is as follows:
i) Merit - 45%
ii) Quota- 55%
a) Freedom Fighters or Daughters/Sons of Freedom Fighters or Grandchild of Freedom Fighters - 30%
b) Female - 10%
c) Tribal - 5%
d) District Quota - 10%

এখন এই ৪৫% এর মধ্যেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। একারণেই সব মিলিয়ে শুধু মেধায় স্থান পায় ১০% এর মত।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২

মোঃ ইয়াসির রহমান বলেছেন: অবশ্যই সকল কোটা বাতিল করে শুধু মাত্র মেধাকে ভিত্তি হিসাবে ধরতে হবে। নইলে অনেক মেধাবী শিক্ষার্থীর মেধা আমরা দেশের কল্যাণে ব্যবহার থেকে বঞ্চিত হব।আর মেধার মূল্য যে জাতি দিতে পারেনা তাদের চাইতে হতভাগা আর কারা আছে?

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩৮

জাহাঙ্গীর জান বলেছেন: কোটা পদ্ধতির মাধ্যমে মেধাচর্চাকে পুঙ্গ করে রাখা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থহাসিল করতে এই কোটা পদ্ধতি অবশ্যই বাতিল করতে হবে রাষ্ট্রযন্ত্রেরঅনৈতিক সিদ্ধান্ত মানতে হবে এমন মানসিকতা পরিত্যাগ করা উচিত যেখানে রাষ্ট্রযন্ত্রের ভুল ব্যবহার হবে সেখানে ঐক্যবন্ধ হয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে । এবং সেটি একমাত্র ছাত্র সমাজ দ্বারা সম্ভব ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

অগ্নিবীণা! বলেছেন: হ্যাঁ, সব গুলো কোটা মুক্ত করা উচিৎ!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৩

মোঃ তুষার সৈয়দাবাদী বলেছেন: কৌঠা মুক্ত চাকরি চাই।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানে কানে বলছি,আরো একটি কোটা আছে,কোটার রাজা
আর তা হলো সরকার দলীয় কোটা।
৫বছর আগে অফার পেয়েছিলাম ১৫লাখের বিনিময়ে চান্স
এখন কতো কে'জানে?

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

আগুনে পাখি বলেছেন: সে আর বলতে হয় ? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.