নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারন একজন মানুষ। সম্প্রতি ডাক্তার হয়েছি। চেষ্টা করি সমাজের অসঙ্গতি তুলে ধরতে। কোন দলবিশেষের প্রতি আগ্রহ/আক্রোশ নেই। সত্যকে তুলে যে ধরে আমি তারই পক্ষে

আগুনে পাখি

সত্যি বলতে, সত্যি লিখতে ভালোবাসি।

আগুনে পাখি › বিস্তারিত পোস্টঃ

"গেরামে যামু - কি আনন্দ - আহা"

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২

মেডিকেল কলেজগুলোতে ইন্টার্নশীপ দু'বছর করতে যাচ্ছে - সাধারণ বাঙালি হিসেবে আমার খুশি হওয়ার কথা। আনন্দে বলে ওঠার কথা - " বাইচা গেছি, বাপরে বাপ, আট্টু হইলে ফাইসা গেসিলাম" ... কারণ এই ঘোষণা আসার আগেই আমার ইন্টার্নশীপে জয়েন করা হয়ে গেছে, কাজেই আমি এই আওতার বাইরে।

কিন্তু সমস্যা হলো, সাধারণ বাঙালি হলেও একটা অসাধারণ পেশায় থাকার কারণে খুশি হওয়ার কোন কারণ পাচ্ছি না।
প্রথমত, বেতন স্কেলে আমাদের ভাতা বাড়ায়নি। উল্টো গেজেটে উল্লেখ করা আছে - "কোন শিক্ষানবীশের ক্ষেত্রে এই বৃদ্ধি কার্যকর হবেনা।"

দ্বিতীয়ত, গ্রামে একগাদা পল্লী-চিকিৎসক থাকার পরও সেখানে এমবিবিএস ডাক্তার দেয়ার যুক্তিটা কোথায় ?

তৃতীয়ত, ইন্টার্নশীপ হলো শেখার সময়। এসময়ে শেখার বদলে গ্রামে বসে সর্দি-জ্বরের ওষুধ দেয়া, প্রেসার মাপা আর রেফার করে উপজেলা/মেডিকেল কলেজে স্থানান্তর করে কি শেখা হবে তা নিয়ে প্রশ্ন রইল। উপজেলাতেই মাঝে মাঝে দরকারি সেবা পাওয়া যায় না, সেখানে গ্রামে এমবিবিএস বসিয়ে কি গণেশ উলটানো হবে, জানতে ইচ্ছে করছে।

মাঝে মাঝে আমার নিজেরই মনে হয়, দেশের সেবা বাদ দিয়ে বিদেশে সেটেল হয়ে নিজের সেবা করি। খুঁজলে আমার মতো আরো অনেককেই পাওয়া যাবে এমন।
দয়া করে সকলের দেশসেবার ইচ্ছাটাকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য হতে সাহায্য করবেন না ...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

ডার্ক ম্যান বলেছেন: গ্রামে কি পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবো সরকার।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আগুনে পাখি বলেছেন: উপজেলাতেই নিয়মিত মার খাচ্ছে বিসিএস ডাক্তাররা, সেখানে ইন্টার্নরা গেলে এতো নিরাপত্তা দেয়ার সামর্থ্য আছে কি আদৌ ?

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

ডার্ক ম্যান বলেছেন: সেটাই তো কথা। যত নষ্টের গোদা আমলারা

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

মোঃ মজনুর রহমান বলেছেন: জায় বাংলা .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.