নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি?

অযুগ্ন হৃদয়

কে আমি?

অযুগ্ন হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আমাদের ভয়=জঙ্গিদের জয়

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৮

বিলিভ ইট অর নট! সরকার আর পুলিশ শুধু জনগণের সাথেই পারে। গুলশান ট্রাজেডির পর তথাকথিত সিকিউরিটি বাড়ানোর নামে গুলশান এবং বনানীতে সকল পাবলিক বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তল্লাশীর নামে অফিসগামী মানুষ এবং ভার্সিটিগামী ছাত্রদের হয়রানী করা হচ্ছে। ব্যাগ থাকলে রিকশা থেকে নামিয়ে দেয়া হচ্ছে। সকালে ভার্সিটি যেতে আমার প্রচুর পেইন পেতে হচ্ছে কারণ ক্যাম্পাস বনানীতে আর গুলশান বনানীর রাস্তা বন্ধ থাকায় ঐদিকের সব বাস রুট পরিবর্তন করে অন্য রুটে চলছে। এখন প্রশ্ন হলো জঙ্গিরা কি সেদিন বাসে করে এসেছিল? ওরা তো প্রাইভেটকারে এসেছিল। তাহলে বাস বন্ধ করার যৌক্তিকতা কি? প্রাইভেটকার তো ঠিকই চলছে। তল্লাশীও হচ্ছে না তেমন। তাহলে প্রাইভেটকার না বন্ধের যৌক্তিকতা কি? এসব কি সরকারের ব্যর্থতা নয় যে জঙ্গিদের ভয়ে জনগণকে আটকানো হচ্ছে? চেকপোস্টে যে ধরণের চেক করা হচ্ছে তা যথেষ্ট হাস্যকর। কোন মেটাল ডিটেক্টর ছাড়াই হাতে ব্যাগ খুলে চেক করা হচ্ছে। জঙ্গিরা যদি এসব গাড়ীতে করে আর্মস আর বিস্ফোরক নিয়ে যায় তাহলে পুলিশের এসব চেকিংয়ের কোন সাধ্য নেই ওদের আটকানোর। সাধ্য আছে শুধু জনগণকে আটকাবার। এজন্যই এসব দুই পয়সার জঙ্গিদের হাতে পুলিশকে মরতে হয়। আসলে এসব সরকারের দূর্বলতা আর প্রশাসনের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। সরকারের অবস্থা হয়েছে সেই গল্পের কাউবয়ের মত। রাখালবালক যেমন বাঘ বাঘ বলে মানুষের সাথে মজা নিতে নিতে একসময় বাঘই রাখালবালকের সাথে মজা নিয়ে নিছে তেমনি সরকারও জঙ্গি জঙ্গি বলে সাধারণ মানুষের সাথে মজা নিতে নিতে একসময় জঙ্গিরাই সরকারের সাথে মজা নিয়ে নিছে। অথচ সরকার যতবার জঙ্গি শব্দটা বিরোধীদলকে ঘায়েল করার জন্য ব্যবহার করেছে ততবার যদি জঙ্গি দমনের কথা চিন্তাও করতো তাহলে আমাদের এতগুলা মেহমানকে এভাবে প্রাণ দিতে হত না। এখন বাস বন্ধ করে নিরাপত্তা জোরদার করতে হত না। আসলে বাস বন্ধ করে জঙ্গি ঠেকানো যাবে না। জঙ্গি ঠেকাতে হলে দায়িত্বটা নিতে হবে দেশের প্রতিটা পরিবারগুলোকেই। যদি সার্ভে করা হয় কারা জঙ্গিবাদে বেশি জড়াচ্ছে তাহলে আই অ্যাম ড্যাম সিউর দেখা যাবে যেসব হাই ক্লাস ফ্যামিলির ছেলেপুলে যাদের বাবার সাথে মায়ের মিল নেই, পরিবারের কারো সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং ভালো নেই, ধর্ম কাকে বলে চিনেই না তারাই বেশি জড়াচ্ছে। কারণ কথায় আছে - "ধর্মের ডাক আপনি বাজে"। আর যখন ধর্মের ডাক বাজে তখন যারা কখনো ধর্ম-কর্ম করে নি তাদেরকে উল্টাপাল্টা ধর্মবাণী বুঝানো খুব সহজ এবং মুসলিমদেরকে সেটাই করছে ইহুদি পরিচালিত টেরোরিস্ট গ্রুপটি।
এখন ওদেরকে ভয় পেলে চলবে না। কারণ আমাদের/সরকারের ভয়=জঙ্গিদের জয়, আর আমরা সেটা কখনোই হতে দিব না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.