নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

আর কত সড়ক দুর্ঘটনা!!!!!!!

০৮ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

#ঘটনা_১ঃ
মোটরসাইকেল আরোহী সেইরাম মুডে আছেন
ইনি নিযে আজকে খ্যাত টাইপ হলুদ কালারের শার্ট আর সাদা রঙের প্যান্ট পড়েছেন। উনার জি এফ পিছনে বসা ছিল একই কালারের সালোয়ার কামিজ পড়ে! :3 মোটরবাইক ওয়ালা চোখে সানগ্লাস হান্দাইয়া সেইরাম মুডে রঙ সাইডে সেইরাম স্পিডে চালাচ্ছিলেন । তার এটিচিউড এমন ছিল
"আই এম এ সুপ্পার ম্যান-
সালমান ক্যা ফ্যাআআন
সজনী, মোটর সাইকেল উড়াইয়া
হইমু আজ ম্যাআআআন।" (আসলে একটা রাম ছাগল )
ব্যাস... উড়াইতে যাইয়া উনি রিক্সা খানায় দিলেন এইসা ধাক্কা যে উর্বি_চৌধুরানী রিক্সা থেকে যদি সময় মত জাম্প না করতেন তাইলে এতক্ষনে উনাকে উপরে যাইয়া ড্যান্স_বাসান্তিই করা লাগত। মোটরবাইক ওয়ালা উষ্টাইসেন,সাথে উনার গি এফ ও । ম্যাঠাম গি এফ পড়ে যাওয়া থেকে উইঠ্যা উনার সুবিশাল ভ্যানিটি ব্যাগ দিয়া মোটরবাইক ওয়ালা রে দেদারসে পিডাইলেন। সাথে রিক্সাওয়ালামামার তো মাথায় হাত। পুলিশ আইলেন...তারপর ইতিহাস...... আমি আস্তে করে ভাড়া দিয়া আরেকটা রিক্সা নিয়া গন্তব্যস্থলে রওনা দিলাম।
#ঘটনা_২ খুব ভালোভাবে কলাবাগানের সিগ্ন্যাল ক্রস করতেসি । একজন প্রাইভেট কার মহাশয় পিছন থেকে আইসা এত সুন্দর করে এত জোড়ে ধাক্কা দিলেন রিক্সায় এইবার আমি আর রিক্সায় ব্যালেন্স সামলাইতে পারি নাই...প্রপাত ধরনীতল । কিছুক্ষন পরে ধাতস্থ হয়ে উঠে দাড়াতে যাইয়া দেখি আর উঠতে পারি না,ডান পা ফেলতে পারছি না! অবশেষ এ বুঝলাম অষ্টম বার এর মতো আমার ডান পা মচকাইলো।
প্রাইভেট কার তো টেনে পালালো। শেষে এক আন্টি ধরে ধরে বাসায় পৌছায়ে দিসেন । আল্লাহর কাছে অশেষ সুকরিয়া যে দুনিয়াতে ভালো মানুষ এখনো আছেন
( আমি কিন্তু ভালো না, ভিলেন এর সর্দারনী
#নাউ_লেটস_সিরিয়াস
এখন কথা হচ্ছে... কিছু মাকালফল আছেন যাদের কাছে মানুষের জীবনের মূল্য খুবই কম। এসব মাকাল আ*দাকে কারা যে ড্রাইভিং এর অনুমতি দেন আমার বুঝে আসে না! গাড়ি বা মটরসাইকেলে উঠলেই তারা ভাবেন---
' "কিং ওফ দ্যা ওয়ার্ল্ড" গোটা রাস্তা আমার বাপের সম্পত্তি আমি যেমনে খুশি তেমনে চালামু; কার বাপের কি????? '
কিন্তু আ*দা গুলা এইটা ভাবে না অন্যদের জানমাল এর কথা ।এইসব জারজ গুলার জন্য রোড এক্সিডেন্ট হয়।অকালে ঝরে যায় তাজা প্রাণ-
-যে ছেলেটার প্রথম বেতন দিয়ে মায়ের জন্য শাড়ি কিনেছিল তা আর মাকে দেয়া হয় না!হাসপাতালের মর্গে পড়ে থাকে।
-যে মেয়েটা বৃত্তি পাওয়ার আনন্দে বন্ধুদের নিয়ে মিষ্টি কিনে ফিরছিল বাড়ি,বাড়ি আর ফেরা হয় না!মিষ্টির প্যাকেট রক্তে ভিজে, রাস্তায় মেয়েটার নিথর দেহের পাশেই পড়ে থাকে।
এটাই বাস্তব সত্য ,আজীবন এভাবেই খালি হতে থাকে শত শত মায়ের কোল। আর কত?? আর কত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হলে আমাদের চৈতন্যদয় হবে??
এর উত্তর কি জানে আমাদের বিবেক??
বিবেক বলে কি আসলেই কিছু অবশিষ্ট আছে???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:০১

মস্টার মাইন্ড বলেছেন: আছে জমা রাখছি...

০৮ ই মে, ২০১৫ রাত ৯:০৬

উর্বি বলেছেন: জমা রাখতে রাখতে আবার যেন দূর্ঘটনা র পাহাড় না হয়

২| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:১৫

মস্টার মাইন্ড বলেছেন: জমা থাকে না, কাউকে না কাউকে বাড়ি অথবা হাসপাতালে নিয়ে যেতে যেতে ফুরিয়ে যায়......

০৯ ই মে, ২০১৫ রাত ১:৫৩

উর্বি বলেছেন: হয়তোও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.