নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি-১

১১ ই মে, ২০১৫ বিকাল ৫:০৯

প্রিয়তমেষু,
আজো তোমার অসভ্য প্রেমিকা একা একা বৃষ্টি তে ভিজে। নাহ,কাউকে সে আর অনুমতি দেয় না তার পাশে থাকার,ভেজার জন্য। শুধু একবার ই কালক্রমে ভুল ছিল।আর কখনোই হবে না সে ভুল। তোমার স্থান তোমারই থাকবে,তুমি থাকো বা না থাকো। এখনো বৃষ্টি নামলে মনে পড়ে; রেল লাইনের সেই ব্রীজের উপর হাত ধরে পাশাপাশি বসে থাকা, ঝম ঝম বৃষ্টি তে দুইজনই কাক ভেজা। কাজলে বৃষ্টি জল এ মাখা একটা চেহারার দিকে কি অপলক ভাবে তাকিয়েছিলে। আর মেয়েটা তোমার হাত ধরেই ভুলে গিয়েছিল পুরো পৃথিবী কে। রেল লাইনের উপর হাত ধরে ধরে হাটতে যাতে মেয়েটা পড়ে না যাই পিছলা লাইনে। সব পারি তোমার জন্য,কিন্তু কেন জানি বিশ্বাসঘাতকতা ক্ষমা করতে পারি না,না আজো পারি না। আমি দু:খিত.....

(চলমান........)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ বিকাল ৫:১৭

ভ্রমরের ডানা বলেছেন: সব পারি তোমার জন্য,কিন্তু কেন জানি বিশ্বাসঘাতকতা ক্ষমা করতে পারি না,না আজো পারি না। আমি দু:খিত

বিশ্বাসঘাতকের কয়েকটা ছবিতে আগুন দিন। এর পর ওই ছাই বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিন। মন ভাল হয়ে যাবে। বিকজ দেয়ার ইজ আলয়েজ এ সেকেন্ড চান্স।

১১ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৪

উর্বি বলেছেন: বহু আগেই সেই ছবি আগুনে পুড়ানো শেষ।মনের ছবি কি দিয়ে পুড়াবো???

২| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ভ্রমরের ডানা বলেছেন: মনের ক্যানভাসে একে ফেলেন আরেক টা ছবি। একজন বিশ্বাসঘাতক কে মনের সিংহাসনে রাজত্ব করতে দেওয়া টা ভুল হবে। নতুন রাজকুমার খুজে নিন। যে আপনাকে ও আপনার সিংহাসনের গুরুত্ব বুঝবে।

১২ ই মে, ২০১৫ সকাল ৭:৫৮

উর্বি বলেছেন: আমি চাই একজন প্রচন্ড সাহসী মানুষ কে।কিন্তু বাস্তবে তা পাওয়া সম্ভব না। কারন সাহসের বড় অভাব

৩| ১২ ই মে, ২০১৫ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন: ঠিকই বলেছেন। আমাদের দেশে আজকাল সাহসী মানুষের বড্ড অভাব পড়েছে। অনেক সুন্দরী মেয়েকেই দেখি তাই পকেট চর্বিওয়ালাদের সাথে সংসার করতে। সাহসী মেয়েদের অভাব। বড্ড বেশিই অভাব।

১২ ই মে, ২০১৫ দুপুর ২:৫৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.