নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -২

১২ ই মে, ২০১৫ বিকাল ৩:০১

প্রিয়তমেষু!
হ্যা
আমি তোমার চলে যাওয়া দেখেছি।
নিরলজ্জের মতো বসে বসে তার চলে যাওয়া দেখেছি। আমি কিছুই বলি নাই যাবার সময়,সত্য। কারন আমি পারি নাই যাকে ভালোবাসি তাকে আঘাত করতে! আবার আটকাইয়ো নাই,হ্যা! আমি আটকাই নাই। কারন আমি চাই না আমার জন্য তুমি অসুখী থাকো।তবে ধন্যবাদ আমার অগোছালো ভালোবাসাকে এতদিন সামলানোর জন্য;আমার অত্যাচার সহ্য করার জন্য। যেখানেই থাকো ভালো থাকো! অনেক ভালো থাকো,অনেক সুখে থেকো! সব সুখ তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ুক।শুধু মনে রেখ যদি কখনো মনে হয় এই পৃথিবীতে তোমায় কেউ ভালোবাসে না তবে মনে রেখ আমি ঠিকই ভালোবাসি,ভালোবাসবো আমৃত্যু। তবে এমন যেন কখনোই না হয় তাই একটাই প্রার্থনা এত সুখ পাও যেন আমার মতো দস্যি মেয়েকে ভুলে যেও ......
ভুলে যেও......
আমি তোমায় প্রতিদিন স্বপ্নে দেখব,অনেক দেখব,অনেক ভালোবাসব...কথা দিলাম!
(চলমান.........)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ৮:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: 'নাই' না লিখে 'নি' লিখলে পড়তে ভালো লাগত।

'অগোছালো ভালোবাসা' কথাটা ভালো লাগল।

চলুক_______

১২ ই মে, ২০১৫ রাত ১০:৩৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: যদি তোর ডাক শুনে কেও না আসে
তবে একলা চল রে


এই পদ্ধতি অবলম্বন করবেন না প্লিজ।

১৬ ই মে, ২০১৫ রাত ৮:১০

উর্বি বলেছেন: কেন নয়???

৩| ১৬ ই মে, ২০১৫ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন: একা চলা অনেক কঠিন। আবেগি মানুষ, কবি মানুষদের একা চলতে নেই।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৪

উর্বি বলেছেন: আমি কবি নই, হইতে পারি নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.