নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -৩

১৫ ই মে, ২০১৫ রাত ১০:১০

প্রিয়তমেষু,
বিশ্বাস কর!
তোমায় চাই না শয়নে স্বপনে।
তোমায় চাই না কবিতায়,ছবিতায়-
তোমায় চাই না কাব্যে,গল্পে।
এত বিলাসিতা আমার নেই।
তোমার ঘাড়ে আটপৌরে বোঝা বওয়াতে চাই না।
সারাদিন টিক টিক করতেও চাই না।
দিন রাত তোমার মুখে ভালোবাসার স্বীকারোক্তি ও আমার কাম্য নয়। তাও যদি তুমি কর তাতে বুঝব আমি সৌভাগ্যবতী।
আমি শুধু চাই রণাঙ্গন এ তুমি পাশে থেকো।
তোমার যুদ্ধবেশ এর প্রস্তুতি আমি করতে চাই।
তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই।
ক্লান্ত ঘর্মাক্ত মুখটা আচল দিয়ে মুছে দিতে চাই।
জয় পরাজয় মুখ্য নয়-
আমি চাই তুমি হবে এক লড়াকু সৈণিক।
অন্যায় অন্যায্য যে মেনে নিবে না।
মেরুদণ্ড হীন হবে না।

(চলমান.....)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: মহামতি মহিলা জেনারেল অব ফ্লায়িং ড্রিম চেরিয়ট, স্যালুট জানবেনত,চালিয়ে যান। অসাধারণ লেগেছে। অনুসরনে নিলাম।

১৬ ই মে, ২০১৫ রাত ৮:১২

উর্বি বলেছেন: হায়..। লজ্জা পাইসি এত্তোওওওওওওওওও গুলা :)

২| ১৬ ই মে, ২০১৫ রাত ৮:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
সারাদিন টিক টীক করতেও চাইনা।

এই লাইনে এসে হাসলাম অল্প। পিচ্চি বালিকাদের মতই কথা।

ভালোই লাগলো। :)

১৬ ই মে, ২০১৫ রাত ৮:৫১

উর্বি বলেছেন: আমি এখনো বাচ্চাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.