নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

অভিমান দ্রোহী

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০

বিধাতা
তুমি বলে মানুষের চোখে জল দিয়েছ সীমানা হীন। ! সেই চোখের জল বলে অনেক দামি! সাগরের চেয়েও বিশাল তার ভাণ্ডার।
কিন্তু সেই চোখের জল আমায় কেন দাও নাই। ? আমার তো খুব কাঁদতে ইচ্ছে করে। মানুষের নিষ্ঠুরতায়, দেওয়া কষ্টে নিজে ভেঙ্গে চুরমার হয়ে যাই। তাও কেন কেন আমি নির্বাক থাকি? কেন চিৎকার করে কাঁদতে জানি না? আমিও কাঁদতে চাই।
আঘাতে আঘাতে যেন ধীরে ধীরে বেদনার স্মৃতিয়ের হিমালয় গরে উঠেছে। এক এক সময় মনে হয় বড় অভাগা।
নিজেও কম আঘাত করি নাই আবার নিজেও কম আঘাত পাই নাই। ঘাত প্রতিঘাতে যেন সব কিছু ছিন্ন।
আমাকেও একটু চোখের জল দাও। আমি কাঁদতে চাই।
আর নির্বাক হয়ে নিজের হৃদয়কে ভারি করতে চাই না। কেঁদে কেঁদে অভিমানের পাহাড়কে ভাঙতে চাই।
আমিও কাঁদতে চাই।
একটু কাঁদতে চাই।
-------------------------------------------------------------------------------------------------------------------
রচনার সময়কালঃ৮ই নভেম্বর,২০১২
©উর্বি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ১০:১৬

মৃত্যুর পায়রা বলেছেন: পেঁয়াজ কাটতে শুরু করেন , ইচ্ছেমত কাঁদবেন !! তখন বলবেন বিধাতা আমার চোখের জল শুকিয়ে মরুভূমি বানিয়ে দাও !!

২২ শে মে, ২০১৫ ভোর ৫:০৬

উর্বি বলেছেন: আইডিয়া টা জোস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.