নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি‬ --৪

২০ শে মে, ২০১৫ রাত ১০:১২

প্রিয়তমেষু,
খোঁজ না নেয়া মানেই ভালবাসি না তা নয়!
বরং ক্ষনে ক্ষনে আরো বেশি মনে পড়েছে,প্রতি বেলায়,প্রতি মুহূর্তে। কিন্তু অভিমান বড্ড ধারালো জিনিস। যা কেটে রক্তাক্ত করে অন্তর ক্ষনে ক্ষনে। হয়তো সামনা সামনি নয়,
কিন্তু প্রতিটা সময়ে প্রতিটা হৃদ স্পন্দন জানতে চেয়েছে তোমার খবর-
প্রতিটা শ্বাস প্রশ্বাস জানতে চেয়েছে তোমার খবর-

অভিমানের রক্ত ঝড়েছে চোখ দুটি বেয়ে,রক্তাক্ত করেছে মন প্রাণ অন্তর এমনকি মাথার বালিশটাও ভিজে গিয়েছে...
তুমি তা জানো নি।
তুমি তা বোঝ নি ।
টের পাও নি তোমার অসভ্য,দুরন্ত,নিরলজ্জ প্রেমিকার নিরব হাহাকার!

( চলমান...............)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ রাত ১০:১৮

মৃত্যুর পায়রা বলেছেন: অসভ্য প্রেমিকার হাহাকার সভ্য প্রেমিক শুনে না !!

২২ শে মে, ২০১৫ ভোর ৫:০৫

উর্বি বলেছেন: জানি না। হয়তো বা

২| ২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৬

এম সহিদুজ্জামান বলেছেন: সত্যিই দারুন ! আবেগময় , ভালোবাসায় পূর্ন । আরো কত কি ........................

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৫৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:১৮

আল মামুন ১৯৮৭ বলেছেন: আপনার খোলা চিঠিগুলো সবই পড়েছি। খুবই ভালো লাগল। এতকষ্ট বুকে নিয়ে কিভাবে বেঁচে আছেন সেটাই ভাবছি। এ জগতে অনেকেই নিঃস্বার্থ ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে না। ভালোবাসার মানুষকে সারাজীবন ভালোবাসেই যেতে হয়, বিনিময়ে কিছুই পাওয়া যায় না। এটাই এ নিষ্ঠুর পৃথিবীর নির্মম নিয়ম।

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

উর্বি বলেছেন: আমি চির সুখী মানুষ , ফ্র্যাঙ্কেন্সটাইন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.