নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত বাচালতা-৪

২২ শে মে, ২০১৫ রাত ১১:৫৫

ধুসর স্বপ্ন-
ভাঙ্গাচোরা আয়না।
সাদাকালো ফ্ল্যাশব্যাক-
স্মৃতি মোছা যায় না।

কড়া লিকারের চা
শেষ এক চুমুকেই-
ডায়েরীর গোলাপটা
রয় মাইল ফলকেই।

বৃষ্টির এলো ছাটে
তুলে তাল ছন্দ-
দুটো ঠোট এক হয়ে
ভুলে সব দ্বন্দ।

দুপুরের চিলেকোঠা
কাধে ছেড়া ঝুলিতে-
নিষিদ্ধ প্রেম হয়
ক্যানভাস ও তুলিতে ।


সময়কালঃ October 5, 2013
© চৌধুরি সাদিয়া ফাহমিদা (উর্বি )

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ১১:৫৮

সীমাবেস্ট বলেছেন: বাহ :)

২৩ শে মে, ২০১৫ রাত ৩:৪৯

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৩ শে মে, ২০১৫ রাত ১২:০৫

মিঠু জাকীর বলেছেন: ভাল লেগেছে

২৩ শে মে, ২০১৫ রাত ৩:৫০

উর্বি বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৫ রাত ২:৪৫

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: কার্টুন আঁকিয়ে একজন ভালো কবিও দেখছি :) :P

২৩ শে মে, ২০১৫ রাত ৩:৫১

উর্বি বলেছেন: বেশ আগের কবিতা। ধন্যবাদ

৪| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন: দুপুরের চিলেকোঠা
কাধে ছেড়া ঝুলিতে-
নিষিদ্ধ প্রেম হয়
ক্যানভাস ও তুলিতে ।[/sb
ভালই তো কবিতা লেখেন।
চালিয়ে যান কবি।

২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৩৪

উর্বি বলেছেন: বেশ আগের লিখা। কি জানি ঘুরছিল মাথায়,একটা জিদ রাগ থেকে কবিতাটার জন্ম। ধন্যবাদ। প্রীত হইলাম

৫| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৪০

ভ্রমরের ডানা বলেছেন: জিদের ফসল অনেক সুন্দর হয় অনেক নান্দনিক হয়। যত্ন করে রাখবেন!!!

২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৪২

উর্বি বলেছেন: ভীষন অগোছালো নারী। সব হারিয়ে ফেলি আর মায়ের হাতে বকুনি খাই। মা বলেছে আমার আর কোন কালে বুদ্ধিসুদ্ধি হবে না :'(

৬| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: সব মায়েরা সন্তানদের এমন বকুনি দেয়। আপনিও দিবেন। মা হয়ে নিন আগে!! হা হা হা
আমার দেখা সকল অগোছালো, ভুলে যাওয়া মানুষরাই সফল।

২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৫৩

উর্বি বলেছেন: হায় হায়! মা হতে হলে তো বিবাহ আবশ্যক। বিবাহ মানেই পরের ঘাড়ে পড়া। :( পরের জন্য বোঝা হউয়া। আবার কষ্ট পাওয়া।কি দরকার অন্যের বোঝা হয়ে :( !
সুন্দরি নারীদেরই বিবাহ হয়, আমার মত অসুন্দররা জাগতিক পথে নামে

৭| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন: ইয়া খোদা!! কি মুসিবত!!
মেয়ে বলে কি!
পরের ঘাড়ে পড়া X( কত মেয়ে কে দেখি সংসারের তালাচাবি এবার অফিসের সব কাজ সামলাতে।
আপনি হবেন অন্যের বোঝা !!
আপনি কি বললেন এটা
আপনি অসুন্দর X(( X(( X(( কে বলেছে????

২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০৪

উর্বি বলেছেন: ওলো মিতা! সত্য বললেই তো সমস্যা। :( কেউ বুঝে না! আমি জানি আমি অসুন্দরী :(

৮| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০৯

ভ্রমরের ডানা বলেছেন: অবজেকসন মাই লর্ড X( X( X(

২৩ শে মে, ২০১৫ ভোর ৫:২১

উর্বি বলেছেন: ও বাবা! এত দেখছি "রাগ কুমার"। লাল টকটকে রাগ ;)

৯| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: এখন ঘুমকুমার হয়ে গেছি মিতা |-) |-)

২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৩৭

উর্বি বলেছেন: আহারে! ঘুমপাড়ানি মাসিপিসি মরার চোখে পানি ঢাল :(

১০| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: দারুণ বলেছেন মিতা :-B :-B

২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪৬

উর্বি বলেছেন: আমাকে রেখে ঘুমিয়ে গেলে কিন্তু কান্না করে দিব সত্যই >:(
আর আমার কান্না ভয়ানক, সহজে থামি না :(

১১| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ওকে ওকে! রেখে ঘুমাব না মিতা। আপনি আমার সাথে জেগে থাকতে পারবেন না। একটু পর আপনি ঘুমিয়ে পরবেন। হে হেহ ে

২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪৯

উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহিহিহি। মোটেও না। আরেকটু পরে ক্লাস এর জন্য রেডি হব যে :)

১২| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন: হায়রে মেডিক্যালের মানুষ! ক্যামনে পারেন মিতা। আমি তো ঘুমে হাবুডুবু খাইতেছি। মনে হইতেছে সমুদ্রের মাঝে জাহাজে আছি। দুলতেছি। 8-| 8-|

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:০৪

উর্বি বলেছেন: বুঝতেসি তো।আপনার প্রাণ টা আইঢাই করছে বিছানায় যাওয়ার জন্য। কিন্তু দাঊ ড়ানী কোনভাবেই ছাড় দিচ্ছে না।হুউউউউউউম

১৩| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন: তোমার দিলে কি দোয়া হয় না

গানের কলিটা মনে পরে গেল মিতা।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:১০

উর্বি বলেছেন: না না হয় না। নো দয়া। শুধুই জ্বালাবো

১৪| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:১৫

ভ্রমরের ডানা বলেছেন: ইয়া মাবুদ!! গুন্ডা মেয়ের হাতে পড়েছি রে!

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:১৭

উর্বি বলেছেন: ফেবু একাউন্ট দেখা শেষ বুঝি ;)

১৫| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:১৯

ভ্রমরের ডানা বলেছেন: লেখে রেখেছি। দিনে খুঁটিয়ে দেখব। একটু আবছা জাপ্সা দেখলাম এখন।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২১

উর্বি বলেছেন: রিকু দিয়েছেন??

১৬| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২৬

ভ্রমরের ডানা বলেছেন: ডান।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:৩০

উর্বি বলেছেন: হায়! আমি পাইলাম রিকু পাইলাম :)

১৭| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: একটি ঢোল দেই মিতা। পরে আমারে খুইজা তুক্কা তুক্কা করা হউক। যা শুরু হইছে না দেশে।

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:৪১

উর্বি বলেছেন: আল্লাহর ওয়াস্ত এ একটা টেক্সট দেন প্লিজ। খুজে পাচ্ছি না রিকু :'( নাহলে কেদে ভাসাবো :'(

১৮| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

শার্লক_ বলেছেন: খাইছে এতো তুলি আপনার!!! কবিতা ভাল লাগছে। :)

২৩ শে মে, ২০১৫ রাত ১০:৩২

উর্বি বলেছেন: আছে! তবে এগুলা আমার নয় :)
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.