নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

‪খোলা চিঠি‬-৫

২৩ শে মে, ২০১৫ রাত ১১:০৮

প্রিয়তমেষু,
মাঝে মাঝেই একজন কে বড় প্রয়োজন
হয়-
হাত ধরে শুধু অপলক তাকিয়ে থাকার
জন্য।
সময়ে সময়ে একজনকে বড্ড প্রয়োজন
হয়-
বুকের মাঝে টেনে নিয়ে লুকিয়ে রেখে
বলবে তুই আমার শুধুই আমার।
কখনো কখনো কাউকে প্রয়োজন হয়
যার সুখের, মুখের হাসির জন্য নিজের
জীবনটাকেও বাজি ধরতে পারব।
প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে পাওয়ার
দরকার
মাথার এলো চুল নিয়ে আংগুল এ জড়িয়ে
খেলা করার জন্য,
তাকে মুচকি মুচকি হেসে সায় দেবার
জন্য।
সময়ে অসময়ে সবসময় কাউকে পেতে হয়
যে চোখের তারায় হারানো প্রেম খুজে
নিবে।
প্রতি মুহূর্ত প্রতিক্ষনে কাউকে
প্রয়োজন হয়-
পরতে পরতে খোলসে আটকানো দমবন্ধ
হয়ে আসা ভালোবাসাকে মুক্ত
করবে; তার স্বতঃস্ফুর্ত অবাধ্যতা কেউ
আলিংগন করবে।
প্রতিক্ষনে ক্ষনে কাউকে প্রয়োজন হয়-
যে অব্যক্ত নিঃশব্দ নিগৃহীত অনুভুতি
গুলোও বুঝে যাবে......

(চলমান........)
রচনার সময়কালঃ ২৫ শে ফেব্রুয়ারী ২০১৪

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: সব প্রয়োজনগুলো পুর্ন হোক। ভালোই লাগছিলো পড়তে। চলুক।

২৪ শে মে, ২০১৫ রাত ১২:২০

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:৩৬

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: অনেক সুন্দর হইসে , আপি !:#P

২৪ শে মে, ২০১৫ ভোর ৪:৪৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:২৫

জাম্মাম খাঁ বলেছেন: আমার ডায়েরী থেকে-

(তোমার অন্বষী)

যদি তুমি সতী,রুপবতী,মেধাবিনী,সাহসিনী,শিক্ষিতা ও গুণবতী হও
তবে আমি তোমার অন্বেষী।

লজ্জার বাঁধ ভেঙ্গে আমার কাঁধ ধর;শরমের দাঁত উপড়ে আমার হাত ধর।

কথার পথের হরতাল অবরোধ তুলে নাও।সুন্দর ও মধুর বাক্যাবলীর মায়াবী জালে আমায় বন্দী করার করার প্রচেষ্টা চালাও।দাম্ভিকতা দূরীভূত কর।

অবস্হা,পরিবেশ ও সুযোগ বুঝে কোমল লতার ন্যায় আমায় পেঁচিয়ে রাখো।

স্বাচ্ছন্দ্যময় জীবন গঠণে আমি তোমার অন্বষী

২৪ শে মে, ২০১৫ রাত ৮:৫৫

উর্বি বলেছেন: অসাধারন লিখেছেন। :)

৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১২

এফ.কে আশিক বলেছেন: সব প্রয়োজনগুলো পুর্ন হোক, অসাধারণ লিখেছেন ভাল লাগা রইল.........।

২৪ শে মে, ২০১৫ রাত ৮:৫৬

উর্বি বলেছেন: ধন্যবাদ। প্রীত হইলাম

৫| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৬

জেন রসি বলেছেন: বাহ!
চমৎকার!

ভালো লেগেছে। :)

আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক।

২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৮

উর্বি বলেছেন: আহেম আহেম। লজ্জা পাইলুম... হিহিহিহি। ধন্যবাদ

৬| ২৪ শে মে, ২০১৫ রাত ৯:১২

জেন রসি বলেছেন: লজ্জা পাইছেন কেন?

২৪ শে মে, ২০১৫ রাত ৯:২২

উর্বি বলেছেন: এত চাওয়া পূরন হলে অপূর্ণ তা লজ্জা পাবে। তাই এই লজ্জা ঠেকাতে নিজেই লজ্জা পেলাম আগে ভাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.