নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -৭

২৯ শে মে, ২০১৫ রাত ১২:০২

প্রিয়তমেষু,
কোন একদিন
সকল মায়াজাল ছিন্ন করে দূর দিগন্তে হারাবো।
আমার চলে যাওয়া টা দেখবে কিনা জানিনা,
যদি দেখ তবে চোখ তুলে চেয়েও দেখ না।
কারন, এতটাই ক্ষতবিক্ষত সেই রুহু
যে তোমার চোখ তা অন্ধ করে দিবে।
তোমারই দেয়া কষ্টের সুখ গুলো-
আমার শরীরে কতো পরম মমতায়
তুলির আচড় কেটে কেটে আঁকিবুঁকি করেছে।
কতটা খুবলে খুবলে খেয়েছে
মস্তিষ্কের প্রতিটা নিউরন।
শিরা উপশিরায় ছড়িয়েছে কতো বিষাক্ত অনুভুতি
অলিন্দ পুরু হচ্ছে দুষিত প্রেমের প্রবাহমাত্রায়....
নষ্ট অনুভুতিদের দখলদারিত্ব চলে অবিরাম
নির্লজ্জতা যেন ফুসফুসের প্রধান চাহিদা
প্রতিজ্ঞার ভাংচুর উপাদেয় স্বাদ যেন

(চলমান........)
©উর্বি

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ রাত ১:১৬

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার।

২৯ শে মে, ২০১৫ রাত ৩:২৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে মে, ২০১৫ সকাল ৮:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: এই পার্ট বেশ ভালো হইছে। চলুক।

২৯ শে মে, ২০১৫ রাত ৮:০৫

উর্বি বলেছেন: ধন্যবাদ উতসাহ পেলুম :)

৩| ০২ রা জুন, ২০১৫ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিদের ভাত মেরে দিবেন দেখছি চিত্রকর! অসাধারণ আবেগী কবিতা!

০২ রা জুন, ২০১৫ রাত ২:৪৩

উর্বি বলেছেন: হুম! আর এক কবি আমাকে খুন করছেন কফি না খেয়ে

৪| ০২ রা জুন, ২০১৫ রাত ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: কবি আজকাল ভাত আলুর পেছনে দৌড়ায়, কফির বিলাসিতা সেতো জমিদারী কথা।

০২ রা জুন, ২০১৫ রাত ২:৪৭

উর্বি বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয় :( :'(

৫| ০২ রা জুন, ২০১৫ রাত ২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: চিত্রকর! তুমি বুঝবে না। কবিতার সব লাইন এক হয়না। :(

০২ রা জুন, ২০১৫ রাত ২:৫৯

উর্বি বলেছেন: চাইলেই হয়

৬| ০২ রা জুন, ২০১৫ রাত ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন: রুটির দোকানে ময়দার মাছি আর ফুলের বাগানের ভ্রমরের ভনভন এক নয় চিত্রকর। :P

০২ রা জুন, ২০১৫ ভোর ৫:৫০

উর্বি বলেছেন: হায়! আমি ময়দার মাছি বইলা দাওয়াত প্রত্যাখ্যাত হইল :'-(

৭| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন: কি মুশকিল!! উল্টা বুঝেন কেন?

০২ রা জুন, ২০১৫ সকাল ১১:১৫

উর্বি বলেছেন: :'(

৮| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: কান্দস না রে বিন্দিয়া.।.।.।.।.।.।.।.।.।। :P

০৩ রা জুন, ২০১৫ ভোর ৫:৪১

উর্বি বলেছেন: ঢং। :/

৯| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: মুখ বাকা কেন করলেন চিত্রকর। গানটা সুন্দর তো

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:২০

উর্বি বলেছেন: সুন্দর গানের মত কেউ যদি সুন্দর করে কথা শুনত :(

১০| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা দারুন তো
অনেক ভালোলাগলো .।
শুভ কামনা :)

১৩ ই জুন, ২০১৫ সকাল ১১:২৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.