নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

হ্যাপি_ভিলেনিটি

০২ রা জুন, ২০১৫ সকাল ১১:২৮

আসলে কি!
একজন নায়ক হবার চেয়ে ভালো একজন ভালো মানের ভিলেন হওয়া। কারন একজন ভিলেন,
তার কাজের জন্য অনেক নায়ক বানাইতে পারে। তারে দমাবার জন্য যারা এগিয়ে আসে তারাই তো নায়ক। তাই নয় কি! আর নায়ক তৈরী হয় বলেই না ভিলেনের আলাদা মাত্রার প্রায়োরিটি থাকে,তার জন্য অন্যদের মনে ইনসিকিউরিটি থাকে। সে চলে গেলেও ইতিহাসের পাতায়, এমনকি মানুষের মনেও অনেকটা দগদগে ঘা এর মত থেকে যায়। ব্যাপারটা ইউরেনিয়াম এর তেজষ্ক্রিয় বিক্রিয়ার মতো, চলতেই থাকে চলতেই থাকে। লোকে বলবে, স্মরন করবে উঠতে বসতে। নায়ক কিন্তু ইতিহাসের পাতাতেই থাকে। কিন্তু ভিলেন এর ইতিকথা চলতে থাকে ইতিহাসের পাতা থেকে লোকমুখে। কিলবিল কিলবিল করতেই থাকে মনের কোনায় সে। গল্পের শুরুটাই এভাবে হয়ে থাকে "ওরে বাবা, এক বিরাট শয়তান ছিল......... খারাপ লোক ছিল....." অথবা ".......এক ডাইনি ছিল......খারাপ মেয়ে মানুষ ছিল...... " আরো বড় কথা হচ্ছে ভিলেনিটি কে কিছু লুকায়ে করতে হয় না,যা কিছু করতে হয় বুদ্ধির খেলা যা সবার জন্য চমক থাকে। আর নায়ককে কিন্তু জীবনের অনেক কালো অধ্যায় চাপা দিয়ে রাখতে হয়।
তাই, একজন ভিলেনের ভিলেনিটি থেকে যদি ভালো কিছু হয়, অন্য মানুষ এর ভিতরে ভালোত্ব মনুষ্যত্ব বিবেক বের হয়ে আসে,হাজার হাজার হিরোদের জন্ম হয় তবে; ভিলেনিটিই ভালো......... ;)
#হ্যাপি_ভিলেনিটি
©উর্বি

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:০৭

লেখোয়াড়. বলেছেন:
আমি ভিলেন হমু................... হু হা হা হা ................ ঢিসুম ঢাসুম ডুসুম............

০৩ রা জুন, ২০১৫ ভোর ৫:৩৮

উর্বি বলেছেন: হিহিহিহি :D

২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৪

হাসান বিন নজরুল বলেছেন: সুন্দর বলেছেন...

০৩ রা জুন, ২০১৫ ভোর ৫:৩৮

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২১

জেন রসি বলেছেন: Megamind এ এইরকম দার্শনিক কাজকারবার দেখছিলাম!

হ্যাপি_ভিলেনিটি!

০৩ রা জুন, ২০১৫ ভোর ৫:৩৯

উর্বি বলেছেন: তাই নাকি??

৪| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: জাতি কি আরেক ঘষেটি বেগম পাইতে চলিলো?? ;)

০৩ রা জুন, ২০১৫ ভোর ৫:৪০

উর্বি বলেছেন: ধুর্ররররর। ওইটা কোন কামের চরিত্র না। জাতি একটা better class villain পাইলেও পাইতে পারে

৫| ০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:৫২

আমি মিন্টু বলেছেন: :) :) :)

০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৩৩

উর্বি বলেছেন: :)

৬| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৫৩

উর্বি বলেছেন: ওরে এ যে অমাবস্যার চাদ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.