নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলাচিঠি-৯

১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৩০

প্রিয়তমেষু,
তোমার নির্ললজ্জ প্রেমিকার
শুধু অবাধ্যতাই দেখলে,
শুধু উড়নচন্ডী, অসভ্য এক নারীকেই দেখলে!
কিন্তু দেখলে না
কি নিদারূন ভাবে তোমায় ভালবেসে
দিনে দিনে জ্বলে পূড়ে শেষ হচ্ছে সে!
আমি জানি, একদিন তুমিও বুঝবে,
তুমিও আমায় চিনবে ,জানবে।
কিন্তু সেই জানার মাঝে
আমার সশরীরে উপস্থিতি হয় তো থাকবে না!
কিন্তু দূর আকাশের এক ধ্রুব তারা
তোমায় প্রতিদিন সঙ্গ দিবে
তোমার এই প্রেমিকাকে
চেনা জানার সময় থেকে আজীবন।
সুখে দুঃখে
সময়ে অসময়ে .........
(চলমান......)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, যেন পাণের পরশ পেলাম কবিতায়
চলুক -----

১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৪

উর্বি বলেছেন: ধন্যবাদ ম্যম :)

২| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৩

এস. এম. মাহমুদুল হাসান বলেছেন: যারপর নাই চমৎকার হয়েছে

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৫৭

আরমান নীল বলেছেন: দূর আকাশের এক ধ্রুব তারা
তোমায় প্রতিদিন সঙ্গ দিবে

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর হইছে। সেই আড়াইশর মতো খোলা চিঠির স্টক থেকেই, তাইনা?

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৬

উর্বি বলেছেন: এটা নতুন লিখেছি :)

৫| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: ও, আচ্ছা। তাইলে তো নাম্বার আরো বাড়তেছে দেখা যায়।

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৭

উর্বি বলেছেন: হ্যা! তবে নিয়মিত নয় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.