নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি-১০

২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৩৯

প্রিয়তমেষু,
একদিন যা রেখে ছিলাম নয়নে নয়নে
আজ তাই এড়িয়ে যাই বড় সযত্নে-

হৃদয় বলে ভ্রম নয় তাহার কড়া নাড়া
মন বলে "পুন:বিশ্বাসেরই করবি সারা?"
সমগ্র অস্তিত্বের চিৎকার-তোর কাছে ছুটে আসি
মন বলে যায় "নিরবেই ভালোবাসি ভালবাসি।"
যতবার বলি তার চেয়েও বেশি-
যতবার ভাবি তার চেয়েও বেশি।
চলেছি এ কোন দিক পানে উদ্দেশ্য ছাড়া
হৃদয় এর টানা পোড়েনে আজ মন দিশেহারা।
©উর্বি

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪৫

রোদেলা বলেছেন: মন বলে যায় "নিরবেই ভালোবাসি ভালবাসি।"
দারূন অভিব্যক্তি,ভালো লেগেছে।

২৬ শে জুন, ২০১৫ রাত ১:৪৯

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ২:২১

জেআইসিত্রস বলেছেন: ধন্যবাদ।
ভালবাসা সঙ্গাহীন হৃদয়ের আকুতি।

২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:৫২

উর্বি বলেছেন: প্রীত হইলাম

৩| ২৬ শে জুন, ২০১৫ সকাল ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: হৃদয় বলে ভ্রম নয় তাহার কড়া নাড়া
মন বলে "পুন:বিশ্বাসেরই করবি সারা?"
সমগ্র অস্তিত্বের চিৎকার-তোর কাছে ছুটে আসি
মন বলে যায় "নিরবেই ভালোবাসি ভালবাসি।"

খুব সুন্দর লাগলো চিত্রকর। ভাল লেখেছেন।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৪

উর্বি বলেছেন: পচাচ্ছে :'(

৪| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪১

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!!!

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০২

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর হইছে। ভালোলাগা

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৩

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

দিশেহারা মনের কাব্য চমৎকার হয়েছে। :)

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৩

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০৫

ভ্রমরের ডানা বলেছেন: সুনাম করলেও দোষ, বদনাম করলেও দোষ X(( X((

২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৩

উর্বি বলেছেন: আর কষ্ট দিতে বুঝি কোন দোষ নাই ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.