নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -১২

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪০

প্রিয়তমেষু,
একদিন নিজেই ছবি হয়ে যাব,
ক্যানভাসের,দেয়ালের ছবি,

কি মজা হবে তাই না!
একদম টুকি দিয়ে পালিয়ে যাব মেঘের দেশে।
আচ্ছা! তুমি কি তখন আমায় একবারো দেখবে?
ছবির উপর বার বার হাত বুলিয়ে আমায় অনুভব করার চেষ্টা করবে?
আমার লুকানো ডায়েরী টা কি খুঁজে পাবে?
পাতায় পাতায় ঘ্রান শুকবে আমার স্পর্শের?
কারো মাঝে কি আমায় খোজার চেষ্টা করবে?
কত প্রশ্ন!!!
আসলেই যত আবোল তাবোল প্রশ্ন।
উত্তর না দিলেও আক্ষেপ নেই!
পাগলের প্রলাপ ভেবে সব ভুলে যেও।
আমার স্মৃতি গুলো হয়ে যাক সব মরিচিকা, ধুলিমলিন

(চলমান...)
©উর্বি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

ডার্ক ম্যান বলেছেন: এত পোস্ট দেয়ার এনার্জি কয় পান X((

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৩৮

উর্বি বলেছেন: এটা জমিয়ে রাখা চিঠিপত্র

২| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলুক !

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৩৮

উর্বি বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন: হাহাকার আর হাহাকার চিত্রকর!

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৩৯

উর্বি বলেছেন: হয়তো!কি জানি!

৪| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

এফ.কে আশিক বলেছেন: উর্বি আপু, মনটা সত্যি ভালো নেই.....?
সব সময় শুধু পেতেই নেই, তাহলে..........।
যে যাবার সে তো যাবেই, তাই বলে কি..........

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

উর্বি বলেছেন: হ্যা! এটাই নিয়তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.