নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি-১৩

০১ লা জুলাই, ২০১৫ ভোর ৫:২৩

প্রিয়তমেষু,
তোমার ফিরতে বলি নাই,
ফিরতে বলব ও না।

তারমানে এই নয় ভালবাসি না।
হয়ত ভাবো পাষাণ হৃদয়।
এই ভাবনাটাই ভাবানো ছিল জরুরী।
কিন্তু প্রিয় মানুষ এর ভালোর জন্য কখনো কখনো পাষাণ হওয়া জরুরী,
অনেক বেশি জরুরী।
না,এটা সময় হলে বুঝবে; এখন না।
পেয়েও হারানোর কষ্টের চাইতে,
না পেয়ে হারানোর কষ্ট টা অনেক বেশি স্বস্তিদায়ক।
অন্তত এই মানসিক শান্তি থাকে আমি তাকে ভালো থাকতে দিয়েছি।
ভালবাসা মানেই শুধু পাওয়া নয়,
বরং কাউকে দূর থেকে সুখী দেখাও ভালবাসা,
প্রচন্ড ভালোবাসার আরেক প্রতিরূপ।

(চলমান....)
©উর্বি

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৪৫

এফ.কে আশিক বলেছেন: ভালবাসা মানেই শুধু পাওয়া নয়,
বরং কাউকে দূর থেকে সুখী দেখাও ভালবাসা................।

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রথম তিন লাইন বেশ ভালো লাগছে

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৪

উর্বি বলেছেন: থ্যাঙ্কুউউউউউউউউ

৩| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

নকি৬৯ বলেছেন: একদম মনের কথা.....।
ভালবাসলেই তাকে পেতে হবে তা কিন্তু না দুরে থেকেও ভালবাসার মানুষকে ভালবাসা যাই, তারপর কখনও কখনও দুর্নিবার ইচ্ছা জাগে তাকে কাছে পাবার, একটু কাছ থেকে ভালবাসবার।
ভাল থাকবেন আপনার লেখাটি ভাল লাগলো।

০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:০৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: হয়ত ভাবো পাষাণ হৃদয়।
এই ভাবনাটাই ভাবানো ছিল জরুরী।
কিন্তু প্রিয় মানুষ এর ভালোর জন্য কখনো কখনো পাষাণ হওয়া জরুরী,
অনেক বেশি জরুরী।


দারুণ লাগলো।

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.