নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -১৪

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১

প্রিয়তমেষু,
যেখানে হৃদয় পূড়ে ছাড় খাড়-
তবুও তা বলে যায় শুধু
হয়তো পাশাপাশি দুটি হৃদয় এর চলা উচিত ছিল।

যেখানে মনকেই শরীরের অভিধান থেকে ছুটি দিয়েছি
তবুও তা ঠুকরে ঠুকরে বলতে থাকে-
হয়ত পাশাপাশি থাকলে
কণ্টকাকীর্ণ পথ গুলোও হয়ে যেত গোলাপদ্যান।
কেন জানি না মনে হয়-
বিদায় ক্ষনে, যে তুমি ছিলে উদাসীন
ছিলে নির্লিপ্ত,
কোন একদিন সেই তুমিই আমায় খুঁজবে !
তোমার উদ্বিগ্ন চোখ দুটো দেখবে
রাত থেকে ভোর হবে, ভোর গড়িয়ে দুপুর
দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা......
খুজে যাবে একমনে।
তখন কি তোমার মনে হবে, কেন কিছু বলে যাও নাই?
কেন শোন নাই অভিমানী একজোড়া চোখের কথা??
(চলমান......... )
-----------------------------------------------------------------------------------------------------------------------
©উর্বি

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩

উর্বি বলেছেন: স্বাগতম

২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

জেন রসি বলেছেন: তখন কি তোমার মনে হবে, কেন কিছু বলে যাও নাই?
কেন শোন নাই অভিমানী একজোড়া চোখের কথা??

অমীমাংসিত রহস্য মনে হচ্ছে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৯

উর্বি বলেছেন: মহাকালবিদের জ্ঞান কে ফাকি দেয়া গেল না :(

৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৬

জেন রসি বলেছেন: জ্ঞান থাকলে রহস্য ভেদ করে ফেলতাম।

মাঝেমাঝে এমন কিছু রহস্যের মুখোমুখি হতে হয় যার কোন কূলকিনারা পাওয়া যায় না।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

উর্বি বলেছেন: ভাগ্যিস পুরো রহস্য ভেদ করেন নাই! :(
কিছু রহস্যের অতলেই হারিয়ে যায় মানুষ :)
এতাই নিয়তি ! তাই না!

৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: উর্বির লেখাগুলা ইদানিং অনেক পরিনত মনে হচ্ছে। ভাল্লাগছে...

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

উর্বি বলেছেন: পরিণত হতে হতেই তো মানুষ আস্তে আস্তে শেষের পথে এগিয়ে যায়! তাই না! :)
ধন্যবাদ

৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৭

জেন রসি বলেছেন: চিরকাল এইসব রহস্য আছে নীরব
রুদ্ধ ওষ্ঠাধর
জন্মান্তের
নবপ্রাতে সে হয়তো আপনাতে
পেয়েছে উত্তর।।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:০২

উর্বি বলেছেন: সামনেই
আর কোন দাম নেই
আড়ালে
না হারালে :(

৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: ও আচ্ছা, উর্বি কি তাইলে ছাই হইতে চললো? ;)

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:১৪

উর্বি বলেছেন: সাড়ে তিনহাত মাটি তো সবারই প্রযোজ্য ......
সাথে একটুকরা সাদা কাপড় :)
শেষ পরিণতি সবার.........

৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার সেই ভাগ্য ও নাই। ডিসাইডেড টু ডোনেট মাই বডি এন্ড অর্গান্স

০৯ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪৪

উর্বি বলেছেন: রেজিস্ট্রি হইসে??? দান করবেন যে তার জন্য রেজিস্ট্রেশন করসেন?

৮| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যেখানে মনকেই শরীরের অভিধান থেকে ছুটি দিয়েছি
তবুও তা ঠুকরে ঠুকরে বলতে থাকে-
হয়ত পাশাপাশি থাকলে
কণ্টকাকীর্ণ পথ গুলোও হয়ে যেত গোলাপদ্যান।
হঠাৎ মনে হলো এ বুঝি আমারি লাইন
মন থেকে বলছি ভেরি নাইস ফাইন ফাইন-হা হা হা
আমিও চলমান রইলাম প্রতিক্ষায়......শুভেচ্ছা কবি

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৮

উর্বি বলেছেন: স্বাগতম ......... :D

৯| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা, ফর্মালিটিজ কমপ্লিট, খালি বাসায় কইনাই। এইটা আমার সিদ্ধান্ত।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

উর্বি বলেছেন: আলহামদুলিল্লাহ! :D

১০| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

রিকি বলেছেন: কোন একদিন সেই তুমিই আমায় খুঁজবে !
তোমার উদ্বিগ্ন চোখ দুটো দেখবে
রাত থেকে ভোর হবে, ভোর গড়িয়ে দুপুর
দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা......
খুজে যাবে একমনে।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৪

উর্বি বলেছেন: রিকি আপি :D ধন্যবাদ

১১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: একসাথে বেড়ে ওঠে দু'টি গোলাপের কুঁড়ি
হেসে খেলে বড় হয় স্বপ্ন দেখে নতুনের
হঠাৎ মালি তুলে নিয়ে যায়, দুরত্ব বেড়ে যায়
একটি হয়তো বরমালায় শোভা পায়
সুরভিতে উন্মনা করে তোলে বর-কনেকে...

অপরটি হয়তো শশ্মানে লুটায় ..
কাকে দোষ দেব এর জন্য
আর কাকে-ই বা দাঁড় করাব অপরাধীর কাঠগড়ায়।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

উর্বি বলেছেন: সেটাই সেইটা
অসাধারন বলছেন

১২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:০০

জেন রসি বলেছেন: নদী ভাই, আমিও ডিসাইড করেছি বডি ডোনেট করব।

খুব দ্রুত ফর্মালিটিজ কমপ্লিট করে ফেলতে হবে। :)

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১

উর্বি বলেছেন: বাহ বাহ! আমি এই কাজেও তাইলে আমার দুইটা মিতা পাইলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.