নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি‬ ১৯

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৮

প্রিয়তমেষু,
জানো তো?
হঠাৎ এক একটা রাত নামে ঝুপঝাপ।
কেন হঠাত করেই

আজো চোখে নামে বারিধারা?
কেন বার বার
তোমাকেই ভেবে আপ্লুত হই?
তোমাকে ভালবাসি বলে
একসময় তোমার কাছ থেকে
দূরে সরার জন্য বহু চেষ্টা করেছি।
কিন্তু যতবার ভাবি ভুলে যাব
আরো বেশি মনে পড়ে
কারণে অকারণে জ্বালাব না,
আননোন কোন নাম্বার দিয়ে।
একবার দুইবার তিনবার
বার বার,বার বার
আর কোন সিম কেটে ফেলে দিব না!
কারণ যদি তুমি আমায় ভালোবাসই
তবে কেউ তোমাকে আমার কাছ
থেকে নিতে পারবে না।
আর যদি নাই ভালবাস
তবে আমি একবার কেনো?...
হাজারবার ও যদি বলি
তারপরেও কোন লাভ হবে না।
মৃত মানুষ এর কাঁদতে নেই,
মৃত মানুষ এর হাসতে নেই,
শুধু বোবা নিশ্চল হয়ে থাকে তারা।
তাই আমি কখনোই আর বলতেও যাব না।
তবে যেখানেই থাক,
যত দূরেই থাক,যেভাবেই থাক
সবসময় ভালো থেকো........

(চলমান.....)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৬

রিকি বলেছেন: মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়--- কবর নাটকের লাইন টা মনে হল মৃত মানুষ এর কাঁদতে নেই,
মৃত মানুষ এর হাসতে নেই,
শুধু বোবা নিশ্চল হয়ে থাকে তারা।
লাইন দেখে । চলতে থাকুক, খোলা চিঠি :)

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৯

উর্বি বলেছেন: চলুক যতদিন চলে আর কি! ধন্যবাদ

২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩

জেন রসি বলেছেন: ঘটনা মনে হচ্ছে দিনদিন আরো জটিল হইতেছে!!!! :(

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫০

উর্বি বলেছেন: উইশ মি বেস্ট অফ লাক! যেন মেঘের ঘনঘটা কেটে উঠে

৩| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

রোদেলা বলেছেন: মৃত মানুষ এর কাঁদতে নেই,
মৃত মানুষ এর হাসতে নেই,
শুধু বোবা নিশ্চল হয়ে থাকে তারা।
তাই আমি কখনোই আর বলতেও যাব না। ।।
--------------------------------
চলুক।।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫০

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০২

জেন রসি বলেছেন: বেস্ট অফ অ্যাকশান............ :)

১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০৩

উর্বি বলেছেন: ধন্যবাদ হে মহাকাল বিদ

৫| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মৃত মানুষ এর কাঁদতে নেই,
মৃত মানুষ এর হাসতে নেই,
শুধু বোবা নিশ্চল হয়ে থাকে তারা
তবুও চোখ কেনো ঝাপসা হয় কবি?
কিছু একটা পরেছিলো,যাওয়ার আর নাম নেই

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৬

উর্বি বলেছেন: সেটাই

৬| ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: এই মেয়ে ঠাস ঠাস কইরা পোষ্ট দেয়। একের পর এক।

যাইহোক, চিঠি ভালো হইছে। অভিমানী, আবেগী।

২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৩

উর্বি বলেছেন: ভ্যা ভ্যা ভ্য পাগলি রে বকা দিসে :'(

৭| ১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাইয়ের সাথে একমত !! খালি ঠাস ঠাস পোস্ট করে। তেমনি করেই আবার গাল ফুলায়। :P

২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৩

উর্বি বলেছেন: ঠিক করসি। আরো বেশি করে গাল ফুলাবো :P

৮| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: কে দিলো? কে? কে?? ;)

আবার পাগলীটাই বা কে? ওই যে, পরী আঁকতে বললে মাছির ছবি আকে যেই মেয়েটা, ও নাকি? :P

২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

উর্বি বলেছেন: একটা ঝগড়াইট্যা ছেলে দিসে বকা টা ..... :'(
হুহ! ভাল হইসে! চোখে সমস্যা থাকলে পরীকে মাছিই লাগে :P

৯| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: চোখের না, আকার সমস্যার কারনে ;)

২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০০

উর্বি বলেছেন: চোখের প্রব্লেম আছে বলেই তো খালি প্রোফাইল পিকচার লইয়া কয়....কি কি জানি কয় :P
আমি কিসু বুঝি না বাবা রে বাবা :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.