নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলাচিঠি-২১

২৬ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৪১

প্রিয়তমেষু,
জান কি?
গড়াই পাড়ের মেয়েটা তোমায় খুব ভালবাসে।
প্রতিদিন তার চোখ জুড়ে সন্ধ্যা নামে,
প্রতিমুহূর্ততে সে তোমায় উপলব্ধি করে।
তোমার স্মৃতি তার মনে বয়ে চলে
অবিরাম রূপসার পানির মত বাক নিয়ে।
কি আর করা? বড্ড অদ্ভুত নারী সে তাই না?
পৈতৃকভূমি গড়াই পাড়ের মেয়েটার জন্ম যে
রূপসা নদীর শহরে।
দুই নদীই বড় উথালপাতাল...
তার ভালোবাসার স্রোত টা ও তেমনি.....
বড্ড উথালপাতাল।
আরো বিপদের কারন
মেয়েটি মিথুন রাশির জাতিকা...
এখানেও দুই...
দুই প্রবল অস্তিত্ব
অনবরত মেয়েটাকে আছড়ে বিছরে মারে।
তুমি দেখেছ শুধু তার একক স্বত্বার অস্তিত্ব...
অন্য স্বত্বা টি
কতোটা আকুলি বিকুলি করে মরছে-
প্রচন্ড প্রেমেজর্জর হয়ে তা কি জানো?
নাহ!
তার খবরই তুমি পাও নাই।
দুটো নদী আর দুটো মনের অস্তিত্বের মিলনে
তোমার প্রতি সেই ভালবাসার সৃষ্টি।
তাই তো এত খড়স্রোতা.....
কখনো কি জানবে সেই প্রচন্ডতা?
সন্দিহান আমি!
তোমার এই জানার পথ পাড়ি দিতে দিতে-
আমার এই নশ্বর অস্তিত্ব
হয়তো বিলীনের পথে চলে যাবে......
জানো তো
দুই নদীর অস্তিত্বমান মানুষের
কোন কুল নাই,
কোন ঠিকানা নাই...
শুধু ধরে রাখতে হয় তাদের
নয়তো নিজে নিজেই ভেসে গিয়ে
শেষ হয়ে যায়....
(চলমান.....)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১৭

তোজি বলেছেন: ভালো লেগেছে ।
লেখিকার জন্য শুভকামনা

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪১

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৩

লেখোয়াড়. বলেছেন:
কবিতার ভিতরের অনুভূতি খুব স্পর্শ করে গেল।
ভাল লাগল।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

উর্বি বলেছেন: ধন্যবাদ....
হাতের লেখা,ছবি আকায় ব্লক খেয়েছি। কোন কিছুতেই মন নাই। তাই আড়াইশ চিঠি থেকে আবারো পোস্ট করলাম। :)

৩| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: উফ আপুনি এত পাত্তা দিও নাত! মাথায় উঠে যাবে!
অবশ্য কবিতার কারণে আবেগকে পাত্তা দিলে ঠিক আছে।:)

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

উর্বি বলেছেন: আপি। অল্রেডি মাথায় উঠে সে তা তা থৈথৈ নাচছে

৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: ফেলে দাও!!!!এক্কেবারে পপাৎ ধরণীতল!!!!!!!!!!!!!:)

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫০

উর্বি বলেছেন: সে ব্যাথা পাবে তো।আর সে ব্যাথা পেলে আমিও কাঁদব :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.