নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলাচিঠি-২৩

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:০৮


প্রিয়তমেষু,
যেখানে দুটা মন,দুটা হৃদয় এর দুরত্ব
কোটি কোটি আলোকবর্ষের মাইলের চেয়েও বেশি
সেখানে কাছাকাছি থাকলেই বা কি,
না থাকলেই বা কি আসে যায়?
পরস্পরকে এক নজর দেখা দিলেই বা কি,
না দিলেই বা কি আসে যায়!
ছুঁয়ে দেখাতেই বা কি আসে যায়,
না ছুলেও এমন কিছু কি আসে যাবে?
বল!
পরস্পরের মনের ঠিকানা ভুলে
দুইজন পথ হারিয়েছি বহু আগেই।
এই কি-
তুমি চলে গিয়েছ
তোমার আকাংখিত গন্তব্যস্থানে।
পাপীষ্ঠার রাজত্ব চলছে
জনসম্মুখে....
অক্লান্ত রাজত্বের ক্লান্ত এক অধীশ্বরি।
ভেবেছিল ছুটি হয়েছে-
নির্বিঘ্নতায় চোখ বুজে কাঁধে মাথা রাখবে।
আদতে সবই ছিল
হ্যালুসিনেশন-
কেমন করে যেন এক চুটকিতেই,
সব মিলিয়ে গেল চোখের সামনে।
শুধু মিলিয়ে যায় নাই
হৃদয় এর দগ্ধ ক্ষত-
বরং তা আরো একটু ছড়িয়েছে
ক্যান্সারের রূপকারে।
দগ্ধে দগ্ধে আরো মারবে তিলে তিলে
ছড়ায়ে থাকবে কোষে কোষে
শিরায় শিরায়
উপশিরায়..
চোখের জলে...
ঠোটের ডগায়....
আমিও পুড়তে থাকব-
মরতে থাকব.....
(চলমান........)
© উর্বি

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৭

টুইংকল বলেছেন: মরবেন কেন? মারবেন।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:৫২

উর্বি বলেছেন: দেখা যাক কি হয় ! ধন্যবাদ

২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০২

জেন রসি বলেছেন: পরস্পরের মনের ঠিকানা ভুলে
দুইজন পথ হারিয়েছি বহু আগেই।


এখন কি পথ খুঁজে না পাওয়ার আফসোস চলছে??


যেখানে দুটা মন,দুটা হৃদয় এর দুরত্ব
কোটি কোটি আলোকবর্ষের মাইলের চেয়েও বেশি
সেখানে কাছাকাছি থাকলেই বা কি,
না থাকলেই বা কি আসে যায়?


এইটা একটা বিবেচনার ব্যাপার! :)

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

উর্বি বলেছেন: আসলেই বিবেচনার ব্যাপার।
আমি আসলে ফেক জিনিসটা মানতে পারি না। সহ্য করতে পারি না

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৭

উর্বি বলেছেন: হোক তা অনলাইন বা অফলাইন।
প্রতারণা কেন করবে?
কেন অবহেলা করবে?
আমার কি দোষ ছিল?

৩| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১৮

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৮

উর্বি বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরস্পরের মনের ঠিকানা ভুলে
দুইজন পথ হারিয়েছি বহু আগেই।
এই কি-
সিম্পলি এটাই
শুধু মিলিয়ে যায় নাই
হৃদয় এর দগ্ধ ক্ষত-
......................
আমিও পুড়তে থাকব-
মরতে থাকব.....
এন্ডলেস্‌ এ্যগনি
আর ভাল্লাগছেনা....তবুও পুড়ছে
সহযাত্রী.....চিমটি দিলাম কবি

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২০

উর্বি বলেছেন: কিছু করার নাই। পুড়তে হবে.......অলিখিত বিধান

৫| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৭

এস কাজী বলেছেন: প্রথম ৪ লাইন মিলে গেসে :'( সুন্দর হইসে কবিতা খানা :)

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: লাভ ইউ উর্বিমনি!!!!!!!!

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৮

উর্বি বলেছেন: লাভ ইউ সোওওওওওওওওওওওওওওওও মাচ আপুমনি

৭| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা সুন্দর হইছে।

কবে মরবেন জানাইয়েন। মিলাদের ব্যবস্থা গ্রহন করবো। মরাটাও চলমান প্রক্রিয়ার মতো হইলে কি আর করা, তখন কি করতে হবে জানা নাই। করুনা জানাবো মনে হইলে।

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯

উর্বি বলেছেন: আইচ্ছা! :)
আম্মারে কইয়া যাবানি আপনাগ যেন দাওয়াত দেয়

৮| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪

রিকি বলেছেন: কেমন করে যেন এক চুটকিতেই,
সব মিলিয়ে গেল চোখের সামনে।
শুধু মিলিয়ে যায় নাই
হৃদয় এর দগ্ধ ক্ষত-
বরং তা আরো একটু ছড়িয়েছে
ক্যান্সারের রূপকারে।


মরবেন কেন, মারবেন। মরার দিন, লাইলীর আমলে মানাত---এখন ২-১ টা না মারলে কুলললললল ইমেজ আসে না , আরে বুঝেন না আফামনি !!!! ;)

৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০২

উর্বি বলেছেন: জানি ঠকে যাচ্ছি,নিজের সেন্স, যুক্তি,ইন্টুইশন চিৎকার করতে থাকে,বলতে থাকে। কিন্তু কেন জানি তাও মনে হয় যদি ফিরে আসে, যদি বুঝতে পারে...
যদি... যদি....
এই যদিটাই জীবন শেষ করে দিল।
যাকে আবেগ দিয়ে ভাবা হয়,তাকে বুদ্ধি দিয়ে,যুক্তি দিয়ে ভাবনা টা ভাবতে পারি না।
বুদ্ধি,যুক্তি দিয়ে ভাবতে কেন জানি প্রতারণা করা মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.