নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলাচিঠি -২৪

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৬

প্রিয়তমেষু,
জানি ঠকে যাচ্ছি,
নিজের সেন্স, যুক্তি,ইন্টুইশন চিৎকার করতে থাকে,
বলতে থাকে।
কিন্তু কেন জানি তাও মনে হয় যদি ফিরে আসে,
যদি বুঝতে পারে...
যদি... যদি....
এই যদিটাই জীবন শেষ করে দিল।
যাকে আবেগ দিয়ে ভাবা হয়,
তাকে বুদ্ধি দিয়ে,যুক্তি দিয়ে ভাবনা টা ভাবতে পারি না।
বুদ্ধি,যুক্তি দিয়ে ভাবতে কেন জানি প্রতারণা করা মনে হয়।
কোন এমনি সন্ধ্যায় আমায় প্রশ্ন করেছিলে -
: ভুলে যাবে না তো! চলে যাবে কি?
: আমি কাউকে ভুলি না, চলে যাই না তাড়িয়ে না দিলে। কিন্তু সমস্যাটা হল,আমাকে ভুলে যাবে তুমি সময়ের সাথে। এমনটাই হয়।
২৬-২-২০১৫ সন্ধ্যা: ৬:৩০ (৮:৩০ ফোনের ওই পাশে)
আশ্চর্য ভাবে হলেও সত্য-
প্রেডিকশন মিলে গেছে
(চলমান......)
--------------------------

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: সুন্দর

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৩

উর্বি বলেছেন: Thnx....

২| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:১০

আরাফাত হোসেন অপু বলেছেন: আমাদের জেনারেশান টাতে আল্লাহ এর অভিশাপ আছে....আমরা সবকিছু.....নিজের ভালো মন্দের ব্যাপারে খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়ে নেই...একটু ও সময় নেই না...আমরা খুব বেশি মানসিক চাপ ও মানতে পারিনা...আজকে একে ভালো লাগছে না.....আবার কিছুদিন পরে তাকে ই মিস করি.....আমরা বড় অস্থির জেনারেশান.....অপেক্কা জিনিস টা কেমন সেটা বুঝতে চাই না...আমরা আবেগ এর অত্যাচারে বিবেক কি জিনিস সেটাও ভুলে বসে থাকি
....সবশেষে পথ ভুলে ভুলের মাঝে হারানো...আফসোস আমাদের জন্য!!!!

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৭

উর্বি বলেছেন: হয়তো

৩| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

খেয়ালি দুপুর বলেছেন: "কিন্তু কেন জানি তাও মনে হয় যদি ফিরে আসে,
যদি বুঝতে পারে...
যদি... যদি....
এই যদিটাই জীবন শেষ করে দিল "
ভিষণ ভাল হয়েছে উর্বি আপু। যুক্তিহীন এই অনুভূতিগুলো ভেতরটা কুরে কুরে খেয়ে দেবে জানা সত্তেও আমরা ওদেরকেই আকড়ে ধরে রাখি, রাখতে ভালবাসি, রেখে ভাল থাকি।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

উর্বি বলেছেন: Thnx....

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.