নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

নেহা চরিত-৪

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:২২


ডায়েরী লিখতে লিখতে হঠাত করেই ম্যাসেঞ্জারের সাউন্ড বেজে উঠল। ডায়েরীটা অফ করে নেহা ফোন হাতে নিয়ে দেখে নকিব নক করেছেঃ-
::আপু
::বল
::কিছু বললেন না!
::কি বলব ?
::আপনারে ভুল বুঝে গেল, অন্যায় অপবাদ দিল; কিছু বললেন না?
::না
::কেন? আপনি কি ভয় পাইতেসেন? আমারে বলেন,তাইলে আমি ব্যাটার একটা ব্যবস্থা করি।
:: না দরকার নাই।
::কেন?
:: কারন আমি তাকে সময়ের নেওয়া প্রতিশোধের সেই অভিশপ্ত জালে ছুড়ে দিয়েছি।
:: আবার! ওহ নো। মরে মরে বেঁচে থাকবে ।
:: হ্যা!
:: আপু, আপনারে ভয় পাই। গা হাত পা কেমন যেন শির শির করে উঠে এই শাস্তির কথা শুনলে। শেষবারে একজনের যা অবস্থা হল...
:: হাহাহাহাহাহা। ইয়েস! আই এম ইঞ্জয়িং ইট । যারা যারা অন্যায় করে গেছে তাদের সবাইকে এই শাস্তিটা দিয়ে দারুণ মজা লাগে। কিচ্ছু করতে হয় না! অথচ শুধু বসে বসে উপভোগ করি তাড়িয়ে তাড়িয়ে...
:: আপনারে ভয় লাগে আপু! মাঝে মাঝে চিনতে পারি না এই আপনি কি সেই আপনি!
:: ইয়েস! এটাই আমি চাই। নাউ সিট টাইট এন্ড ওয়েট ফর দি শো। ট্রাই টু ইঞ্জয় ইট। তোকে তো বলেছিই , তুইও দুই একবার এপ্লাই করে দেখ।
:: দেখি! কিন্তু ভয় লাগে আপু।
-------------
নেহা আপন মনে হাসতে থাকে। ঘর ফাটিয়ে হাসতে হাসতে তার গা কেপে কেপে উঠে। পরিতৃপ্তির হাসি। চাইলে সে ছেড়ে দিতে পারত। কিন্তু বিশ্বাসঘাতক সে একেবারেই সহ্য করতে পারে না! আর এটা তার হাতের উপরে নাই। আগে এরকম হলে ভয় পেত। সে কখনোই চাইত না তার ভালবাসার মানুষের বিশ্বাসঘাতকতার জন্য এই পরিনতি হোক।এখন আস্তে আস্তে সে উপভোগ করা শিখে গেছে......
পৈশাচিক পরিতৃপ্তি পায় এই অদ্ভুত কালচক্রের খেলায়......
(নেহা চরিত)
( চলমান...... )
© উর্বি

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: বাপরে!!

ভুই পাইসি আপুনি!!!!!!!!!!!!!

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

উর্বি বলেছেন: ম্যাও ম্যাও :P
হিহিহিহিহহহহিইহিহিহি

২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

শায়মা বলেছেন: বিল্লি হয়ে গেলে কেমনে আপুনি??????

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭

উর্বি বলেছেন: হইলাম আর কি! মনের দুঃখে :P

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

শায়মা বলেছেন: কিসের এত দুঃখ শুনি???

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

উর্বি বলেছেন: মেউ মেউ এর দুঃখ! :'(

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কিচ্ছু বুঝিনাই। আসলে নীচের চলমান লেখা দেইখা কেবল চোখ বুলাইছি। কাহিনী কি আসলে? আন্টি দৌড়ানো শুরু করছে?

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

উর্বি বলেছেন: আম্মু তার অপারেশন আর ব্যান্ডেজ লইয়া এখন এই সাড়ে বারোটার সময় চড়ুই পাখির মত কিচমিচ করে খালাদের সাথে গপ্প করছে।
বুঝেন অবস্থা :P
এটা একটা নিয়তির গল্প ......

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: নিয়তি বদলাইতে পারলে বইলেন, তাইলে লাইনে আছি।

আন্টি তো তাইলে ভালো হইয়া গেছে। মাঝরাইতে গল্পের চেয়ে মজার আর কি আছে?

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

উর্বি বলেছেন: িহিহিহিহিহিহিহিহি

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:১০

রিকি বলেছেন: নির্বাক হয়ে গেলাম....আমিও ভয় পেয়েছি. :P

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

উর্বি বলেছেন: কেন কেন?

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:২২

এস কাজী বলেছেন: বাট বাট আমার মাথার উপ্রে দিয়া গেল কেন? :(

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৩:৩০

এম এম করিম বলেছেন: ঠিক বুঝলাম না। পরেরগুলোর অপেক্ষায়।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

উর্বি বলেছেন: এটা খাপছাড়া গপ্প তাই

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৈশাচিক পরিতৃপ্তি পায় এই অদ্ভুত কালচক্রের খেলায়......
আমিও ''ভুই পাইসি আপুনি!!!!!!!!!!!!!''
বাট কেরি অন,পাঠক হাজির

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটা ''ঘোর লাগা'' ভাল হয়েছে ।
চলুক ! আঁকাআঁকির পোস্টও যেন চলমান থাকে ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

নকি৬৯ বলেছেন: নেহা চরিত্রটি কি আপনারই প্রতিচ্ছবি। যদি হয়ে থাকে তবে খারাপ না, মনের সকল যন্ত্রনা ঝরে পরুক কলম দিয়ে। আর আপনাকে ধন্যবাদ আমার নামটা ব্যাবহার করার জন্য।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

উর্বি বলেছেন: ও তাই! হাহাহাহাহাহাহা জানতাম না
যে কোন লেখকের তৈরী সকল চরিত্রেই লেখকের সাথে কিছু না কিছু দিকে মিল থাকে

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

এহসান সাবির বলেছেন: চলুক.......

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:১১

জেন রসি বলেছেন: অপরের প্রতি একের অজ্ঞান থাকা, অপরের জ্ঞানকে অজ্ঞান করে ফেলে!!! ;)

এইটা এই গল্পের সারমর্ম! :)

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬

উর্বি বলেছেন: হিহিহহিহহিহিহিহিহিহ ইহিহিহি
ভিউয়রস অপিনিয়ন মাস্ট বি অনারেবল

১৪| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

আবু শাকিল বলেছেন: ছোট লেখা পড়ে আরাম পাওয়া যায় । ভাল লাগল কিন্তু
পর্বে কিছু খোঁজে পেলাম না।
অপেক্ষায়---

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭

উর্বি বলেছেন: দেখা যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.