নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

নয়ন-১০ (পেন্সিল স্কেচ)

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:০৫

Realistic eye আকার চেষ্টা করলাম। জানি না কতটুকু হইসে...

অবশেষে টানা দুইদিনের খাটুনী শেষ হল...
বিধাতা মানুষকে কেন এত কষ্ট দেন জানা নেই,
তবে অতিরিক্ত কষ্টে চোখে জল আসে-
হোক সে সামান্য অবহেলায়,
হোক সে অনাদরণীয়,
হোক তা বোকা মানুষের অভিমান।
আসে তাও চোখে জল আসে.....
Medium:
Camlin 10 B
Marco art sketch 8B
Faber-Castell 1=2B & 3B
Charcole pencil
camel white poster color

মন্তব্য ৫১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২০

দ্যা লায়ন বলেছেন: ওহ মাই গড

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২১

উর্বি বলেছেন: কি হইসে ভাই :O ?

২| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২৯

দ্যা লায়ন বলেছেন: এতটা জীবন্ত চোখ দেখা হয়নি আমার যা পেন্সিল থেকে এসেছে কারো হাত হয়ে, প্রথম কমেন্টে আমার এর চেয়ে বেশি কিছু বলতে ইচ্ছে করেনি, আপনি ভুল বুঝবেন কিনা তা আবার মন্তব্য করতে হলো,

অনেক ভালো পারেন আপনি,

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৪

উর্বি বলেছেন: চেষ্টা করেছি ভাই। ধন্যবাদ। দোয়া করবেন যেন ভবিষ্যৎ এ আরো জ্বলজ্যান্ত আকাতে পারি। :)

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো লাগলো

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৫

উর্বি বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মেয়েদের চোখের ছবি ছেলেরা ভালো আঁকেন, কেনো জানি মনে হচ্ছে ছবি গুলো কোনো ছেলের আঁকা হয়তোবা ।

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৮

উর্বি বলেছেন: ভাইয়া আপনি আমার আগের পোস্ট গুলা ঘুরলে বুঝতে পারতেন।
যাই হোক। for your kind information ছবিগুলা আমার নিজের আকা! আমি ছোট বেলা থেকেই আকা আকি করি। এমন বহু সহশিল্পী মেয়ে আছেন আমার সাথে যারা আরো বেশি সুন্দর আঁকেন। তাদের ছবি দেখলে অবাক হবেন।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বোন উর্বি, আপনার দেয়া পূর্বের পোষ্ট আমি এই মাত্র দেখলাম, আপনার আকাঁ ছবি সত্যি সত্যি দেখার মতো, পৃথিবীতে এক এক মানুষ এক এক ধরনের মেধা নিয়ে জন্ম গ্রহণ করেন, নিঃসন্দেহে আপনার ছবি আঁকার মেধা অবস্যই ভালো, আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা ।

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৩

উর্বি বলেছেন: ভাইয়া! আমি চেষ্টা করেছি। মেধা আছে কি না তাতে আমার বিশ্বাস নেই। তবে আঁকতে ভালবাসি খুব :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯

লেখোয়াড়. বলেছেন:
হৃদয়ের সব আর্দ্রতা চোখের জলে ভেসে উঠে পূর্ণতা পেল বুঝি।
আপনি অনেক পরিণত হয়েছেন, মেধা আর সৃষ্টিশীলতার মাপকাঠিতে যা পুরিপূর্ণ হয়ে উঠছে।

প্রকৃতই রিয়েলিস্টিক!!

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৯

উর্বি বলেছেন: আসলেই তাই! অবশেষে পূর্ণতা পেল। ধন্যবাদ :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

লেখোয়াড়. বলেছেন:
পরিপূর্ণ হবে।

প্রথম প্লাসটা কিন্তু আমার।

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০

উর্বি বলেছেন: হায় হায়! শেষে প্লাস পাইয়া গেলাম। ধন্যবাদ। :D

৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

বলেছেন: মারাত্মক আঁকা

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

বলেছেন: মারাত্মক আঁকা

১০| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪

লেখোয়াড়. বলেছেন:
অবশেষে পূর্ণতা!!

সব পূর্ণতায় সুখ খুঁজতে নেই, সব পূর্ণতার সীমারেখা টানতে নেই।

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৩

উর্বি বলেছেন: জানি না! আসলে কি করা উচিত মাঝে মাঝে বুঝি না

১১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮

নকি৬৯ বলেছেন: আমি প্রায় ২ বছর ওয়াজঘাটের বাফাতে ছবি আকা শিখেছিলাম। এরপর বিভিন্ন কারনে তা আর continue করা হয়নি। ঐখানে কাজল স্যার আমাদের ক্লাশ নিতেন, আমরা যখন কোন কিছু আকার চেষ্টা করেও পারতাম না তখন উনি এসে পেন্সিল দিয়ে কয়েকটা দাগ টানলেই তা হয়ে যেত। আমি অবাক হয়ে দেখতাম। আপনার ছবি গুলো ও অনেক সুন্দর। দোয়া করি অনেক অনেক দিন বেচে থাকেন আর ছবি আকেন।

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

উর্বি বলেছেন: দোয়া করবেন। আমি কুষ্টিয়া থেকে শিখেছি

১২| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫

রিকি বলেছেন: আমি আমার লাইফে পেন্সিল স্কেচ দিয়ে এত জীবন্ত চোখ দেখিনি। Just awesomeeeeeeeeee............carry on sis. :)

১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৫

উর্বি বলেছেন: তাই রিকি আপুনি?
তোমাকেও এট্টোওওওওও গুলা উম্মাহ :*

১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৯

নকি৬৯ বলেছেন: ওরে খাইছে আমারে!!! আপুনি কি তাহলে আমাদের এলাকার মেয়ে নাকি, if it is , we r proud of u sis..............

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১১

উর্বি বলেছেন: কুষ্টিয়া আমার দাদুবাড়ি

১৪| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: জটিল হইছে উর্বি। মনিটা কি স্বচ্ছ। কাদবে নাকি কিছুক্ষনের মধ্যে? আরেকটু টানা চোখ হইলে আরো ভালো হইতো, আলাদিনের বউয়ের মতো টানা চোখ। :)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

উর্বি বলেছেন: ওল্রেডি আপনার প্রশংসা শুনে কাইন্দা দিসে ব্রাদার :P হিহিহিহি। ধন্যবাদ

১৫| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫

রিকি বলেছেন: আলাদিনের বউ সম্পর্কে আপনার কি লাগে শতদ্রু ভাই----মামাতো সম্পর্কের চাচাতো খালার ফুফাতো দাদীর নাতনীর বহিন????? ;) ;) ;) ;)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩২

উর্বি বলেছেন: হেহহেহেএহ শতদ্রু নদী পিউর ক্রাশ খান আলাদীন এর বউয়ের উপ্রে :D

১৬| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩

আলোরিকা বলেছেন: আসে তাও চোখে জল আসে..... অসাধারণ !!!!! :) :) :) :)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

১৭| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লেগেছে..

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

১৮| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬

জেন রসি বলেছেন: অশ্রু টলমল!!!!

শুধু গড়িয়ে পরার অপেক্ষায়!

অনেক অনেক জীবন্ত চিত্রকর্ম হয়েছে!!!

চমৎকার এবং অসাধারন। :)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

উর্বি বলেছেন: হ্যা! চোখের পানি খানা গড়িয়ে টপাস করে আপনার হাতের উপরে পড়ল বলে। হিহিহিহহিহিহিহি :P ধন্যবাদ

১৯| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

নকি৬৯ বলেছেন: আমার দাদু বাড়ি নানু বাড়ি দুটোই এখানে.....
আমার কাছে মনে হয় অনেকক্ষন ধরে কান্না করার পরের ছবি এটি। চোখের পানির স্টক ও শেষ পর্যায়ে যার অবশিষ্ট অংশ পাপরির নিচে জমা হয়েছে গড়িয়ে পরার জন্য

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

উর্বি বলেছেন: হুম হতে পারে! ধন্যবাদ

২০| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, সে যে কি লাগে ক্যামনে বোঝাই? তার পটলচেরা টানা চোখ দেখে হৃদয় হইতে চাইছিলো ১০ কেজির একটা লাভ ক্যান্ডি। কেবল আলাদিনের বেহাল অবস্থার কথা চিন্তা কইরা তারে প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়ায় নিয়োজিত করছি আবার। ;)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

উর্বি বলেছেন: আহা আহা মধু মধু! :P

২১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: দারুণ চোখের ছবি। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

উর্বি বলেছেন: প্রীত হইলাম ভাই :)

২২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

দর্পণ বলেছেন: খুব ভালো হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭

উর্বি বলেছেন: প্রীত হইলাম ভাই :)

২৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন হইছে এইটা খুবই সুন্দর
দুবাইতে মেয়েগুলিরে দেখলে তোমার শুধু চোখ ই আকতে ইচ্ছে করবে।

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১৮

উর্বি বলেছেন: তাই আপু? ধন্যবাদ। আরো চোখের ছবি আঁকতে চাই

২৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১৯

উর্বি বলেছেন: ধন্যবাদ

২৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩

সুজন চন্দ্র পাল বলেছেন: লাগ ভেল্কি লাগ চোখে মুখে লাগ। ভেল্কিবাজ চোখ ।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

রুদ্র জাহেদ বলেছেন: আপু প্রাণবন্ত, অসাধারন।

আহ!পানি টলমল করতেছে!
অনেকগুলো++++++

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:১৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.