নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি -২৫

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৩


প্রিয়তমেষু
শুধু আমার রাগই দেখলে
কিন্তু এটা দেখলে না এর পিছনে ভালোবাসা সিক্ত জ্বলজ্যান্ত অভিমান গুলা।
তোমার অপেক্ষায় থেকে প্রতিরাত্র
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মেয়েটার বোকাসোকা চোখ দুটি।
শুধু জানিয়ে দিলে তুমি কখনোই ছিলে না।
সেই মেয়েটা তোকে ভীষনভাবে চেয়েছিল
অনেক রাতে ভীষনভাবে মুখ গুজে সে কেঁদেছিল
একদিন এভাবেই অতীতের গল্প হবে। সবারই হয়।
একবারো ভাবলেও না কথা গুলো বলার আগে......
ধন্যবাদ
মরনসম অপেক্ষার এত সুন্দর প্রতিদান দেয়ার জন্য....
ধন্যবাদ
শেষ বিশ্বাস টুকুও দুমড়ে মুচড়ে শেষ করার জন্য।
ধন্যবাদ
এই দুই চোখ থেকে সাজানো স্বপ্ন গুলো আছড়ে ভেঙ্গে ফেলার জন্য,
পুরোপুরিভাবে মুছে ফেলার জন্য।

(চলমান....)

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

প্রামানিক বলেছেন: তোমার অপেক্ষায় থেকে প্রতিরাত্র
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মেয়েটার বোকাসোকা চোখ দুটি।


কবিতা ভাল হয়েছে, তবে ছবির গ্যাবদা চোখ দু'টোতে কান্নার কোন চিহ্ণ পেলাম না।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

উর্বি বলেছেন: চোখের জল শুকায়ে গেসে। এখন আর চাইলেও কাদা যায় না ভাই

২| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২

আমি মিন্টু বলেছেন: (ছবির মডেলঃ হাসির কিছু নাই! গ্যাবদা গ্যাবদা চোখ দুইটা আমার ) এইটা কি জিনিস আপু :)

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬

উর্বি বলেছেন: চোখ দেখে অনেকেই হাসাহাসি করবে! তাই আগেই সচেতন কইরা দিলাম আর কি ;)

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪

লেখোয়াড়. বলেছেন:
এত আবেগ!! এত কান্না!!

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০

উর্বি বলেছেন: বলদ রমনী হইলে যা হয় আর কি

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

এস কাজী বলেছেন: আহারে এত ধন্যবাদ দিলে তো হবে না। এ্যাকশন এ্যাকশন দেখাতে হবে :P

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

উর্বি বলেছেন: ইয়ে! আপাতত চলছে ভ্যাকেশন
তাই নাই কোন এ্যাকশন

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

লেখোয়াড়. বলেছেন:
'জলদ' মানে যে জল দান করে।
'বলদ' মানে যে বল ( শক্তি ) দান করে।

তার মান বলদ রমনী ভাল।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫০

উর্বি বলেছেন: প্রব্লেম হইল আমি একটা স্টুপিড রমনী। কারন এর আগেও সে বিট্রে করসে তাও মাফ করসি। এরপর ফাইনালি উষ্টা খাইয়া হুশ হইসে

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

যুগল শব্দ বলেছেন:
বিট্রে অনেকেই করে,
জীবন আঁধার করে দেয়!

ভালোলাগা জানুন।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১

রিকি বলেছেন: একবারো ভাবলেও না কথা গুলো বলার আগে......
ধন্যবাদ
মরনসম অপেক্ষার এত সুন্দর প্রতিদান দেয়ার জন্য....
ধন্যবাদ
শেষ বিশ্বাস টুকুও দুমড়ে মুচড়ে শেষ করার জন্য।
ধন্যবাদ
এই দুই চোখ থেকে সাজানো স্বপ্ন গুলো আছড়ে ভেঙ্গে ফেলার জন্য,
পুরোপুরিভাবে মুছে ফেলার জন্য।


এত কিছুর পরে যদি সম্বিত ফেরে আপনার---- আমার তরফ থেকেও একটা ধন্যবাদ জানবেন। ভালবাসা মোরে করেছে ভিখারী, তোমাকে করেছে রাণী--- এই তত্ত্ব এখন আর চলে না sis.............move on. ভালবাসায় মর্যাদা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনার মর্যাদা দিবে না---- গুলি মেরে খুলি ফাটিয়ে ফেলবেন। অনুভূতির জিনিসগুলো অনেক অনেক কষ্টকর--- কিন্তু একটা সময় গেলে দেখবেন, নিজের অস্তিত্বের উপর কারও 'what are you' ধরণের প্রশ্ন পাওয়া আরও অনেক বেশি কষ্টকর। নিজেকে বুঝুন, ভাল থাকুন।

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০১

উর্বি বলেছেন: অবশেষে মনে হয় বুঝলাম

৮| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

জেন রসি বলেছেন: আবেগের বেগ দেখি অনেক প্রবল।যেকোনো সময় ঝড়ের কবলে আক্রান্ত হইতে পারে!!!

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০৩

উর্বি বলেছেন: কড় কড় কড়াত ... (মেঘ এর শব্দ)
:P

৯| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন: প্রিয়তমেষু, তুমি এক টা উন্নত প্রজাতিরর মেষ।

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০৪

উর্বি বলেছেন: আর যে কবিতা রে ডাস্টবিন এর নিচে চাপা দেয় সে একটা গরু :-/

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদের সহিত বিদায়!!! জটিল!!!

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০৪

উর্বি বলেছেন: কি আর করতাম।
অভদ্র হইতে পারলাম না :(

১১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝলাম !

২০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:০৫

উর্বি বলেছেন: ভালো তো

১২| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: সেই একই ঘ্যান ঘ্যান এই মেয়েটা কইরাই যাইতেছে। এর দরকার ধুমধাম মাইর!

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

উর্বি বলেছেন: দেন তো ভালো করে মাইর দেন! যাতে আর ঘ্যান ঘ্যান না করি :(
এক্কেবারে অফ হইয়া যাই :(

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি এই শত শত ছবির মধ্যে ২০-৩০ টা চাই। তাইলে প্রান খুইলা মাইর মুইর যা লাগে দিয়া দিবোনে

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

উর্বি বলেছেন: শত শত ছবি? কিসের? :O

১৪| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: মানে চিত্রকর্ম আরকি

আর চেঞ্জ হইছে আবার। আনি জানি। :)

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহি। প্রায় সাড়ে তিন বছর পর আকাআকি শুরু করসি। আচ্ছা ! আগে শত হউক। দিবনি :)
ইসসসসস! আপনার চোখ আমাদের হাস্পাতালে আইসা দেখাইয়েন তো। নষ্ট হইসে। ফ্রি ট্রিট্মেন্ট করব ।হিহিহিহিহিহিহ । কি সব কি সব যে দেখে
(আমি কিন্তু লজ্জা পাই )

১৫| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০

নকি৬৯ বলেছেন: আমার খুব প্রিয় একটি কবিতা আপনার জন্য। আশা করি পড়ার পরে বুঝবেন কেন প্রিয় কবিতা।

যে আমাকে প্রেম শেখালো
জোৎস্না রাতে ফুলের বনে
সে যেন আজ সুখেই থাকে

সে যেন আজ রানীর মত
ব্যক্তিগত রাজ্যপাটে
পা ছড়িয়ে সবার কাছে
বসতে পারে
বলতে পারে মনের কথা
চোখের তারায়
হাত ইশারায়

ঐ যে দেখ দুঃখি প্রেমিক
যাচ্ছে পুড়ে রোদের ভিতর
ভিক্ষে দিলে ভিক্ষে নেবে
ছিন্ন বাসে শীর্ন দেহে
যাচ্ছে পুড়ে রোদের ভিতর

কিন্তু শোন প্রজাবৃন্দ
দুঃসময়ে সেই তো ছিলো
বুকের কাছে হৃদয় মাঝে
আজকে তারে দেখলে শুধু
ইচ্ছে করে
চোখের পাতায় অধর রাখি

যে আমাকে প্রেম শেখালো
প্রেম শিখিয়ে চিনিয়েছিলো
দুষ্টু গ্রহ অরুন্ধতী
বৃষ্টি ভেজা চতুর্দশী
জোৎস্না রাতের উজ্জ্বলতা
ভোরের বকুল শুভ্র মালা
নগর নাগর ভদ্র ইতর
রাজার বাড়ি
সেই তো আবার বুঝিয়েছিলো

যাওগো চলে আমায় ছেড়ে

যে আমাকে প্রেম শেখালো
জোৎস্না রাতে ফুলের বনে
সে যেন আজ সুখেই থাকে

নিজের দেহে আগুন জ্বেলে
ভেবেছিলাম
নিখাদ সোনা হবোই আমি
শীত বিকেলের টুকরো স্মৃতি
রাখবো ধরে সবার মত
হৃদয় বীণার মোহন তারে
ভুলেই গেলাম
যখন তুমি আমায় ডেকে
বললে শুধু

পথের এখন অনেক বাকি
যাও গো শোভন
যাও গো চলে বহুদুরে
কণ্ঠে আমার অনেক তৃষা
যাও গো চলে আপন পথে

এই না বলেই
হাসলে শুধু করুন ঠোঁটে
বাজলো দুরে শঙ্খ নিনাদ
কাঁদলো আমার বুকের পাথর
কাঁদলো দুরে হাজার তারা
একলা থাকার গভীর রাতে
একলা জাগার তিন প্রহরে

তাইতো বলি সবার কাছে
যে আমাকে দুঃখ দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে
যে আমাকে প্রেম শেখালো
প্রেম শিখিয়ে বুকের মাঝে
অনল দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে

সুখেই থাকে

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৭

উর্বি বলেছেন: বুঝেছি ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর একটা কবিতার জন্য

১৬| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫

এহসান সাবির বলেছেন: এই সিরিজ চলুক.........!!

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৮

উর্বি বলেছেন: চলতে থাকুক। ধন্যবাদ

১৭| ২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১

উধাও ভাবুক বলেছেন: এবার বুঝলাম আপনার চোখ আঁকার প্রতি এত দুর্বলতা কেন !
যদিও লেখাটা আপনার কষ্টকর স্মৃতির তবুও সুন্দর।

শুভকামনা সর্বদা।

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪০

উর্বি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.