নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(https://www.facebook.com/Sadia53)

উর্বি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

উর্বি › বিস্তারিত পোস্টঃ

বোকা ভালোবাসা

২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯


কি অদ্ভুত না!
যাকে কখনো ছুঁয়ে দেখ নাই-
যাকে স্পর্শ করতে পারো নাই-
যাকে ভালোমতো সামনাসামনি ও দেখ নাই-
তার পরিচয়টা ও জানো না, হয়তো নামটা ও তার সঠিক নয়........
তাকেই দূর থেকে ভালবাসা কতটা অদ্ভুত.....
অভিমানে কষ্ট পেয়ে দুরে সরে যাওয়া, তার কাছ থেকে নিজেকে লুকায়ে রাখা আরো বেশি অদ্ভুত...
বাস্তব বাদি দের কাছে এটা একটা বোকামি, জানা কথা। তারপরেও ভালোবাসার মানেটা একেকজন এর কাছে একেকরকম,অন্তত বোকা সোকা মানুষ গুলার জন্য অন্যরকম ....

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন, ভালোবাসার মানে বুঝা সত্যিই দায়, ভালোলাগা

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

উর্বি বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: প্রেমে পরলে মানুষ এক টাইপের বোকা হয়ে যায়।

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলেই অদ্ভুত.......তবে দূর্বার সম্মোহনী আকর্ষন
এই আকর্ষনেই যত জ্বালা........জীবণ তেজ পাতা :P
ভালো লেগেছে
বোকামীমুক্ত থাকুন

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

উর্বি বলেছেন: পারা কি যায়? উহু।

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮

নকি৬৯ বলেছেন: বোকারা আসলেই সব জায়গাতেই বোকা

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

উর্বি বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: ভালোবাসার মানেটা একেকজন এর কাছে একেকরকম,অন্তত বোকা সোকা মানুষ গুলার জন্য অন্যরকম ....
চমৎকার কথা। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

উর্বি বলেছেন: প্রীত হইলাম

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩

শোভন ব্লগ বলেছেন: কি অদ্ভুত, আসলেই অদ্ভুত....... এরই নাম ভালবাসা..

২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

উর্বি বলেছেন: সেটাই

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

জেন রসি বলেছেন: এরই নাম ভ্রম!!!

দুঃখ পাইয়া ভ্রমের মধ্যে থাকার দরকার কি?? ;)

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩

উর্বি বলেছেন: হয়তো বা। বোকা মানুষ তো। ভ্রম টাই বড় বাজিতে থাকে

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: র্বির কি অদৃশ্য প্রেম হইছে নাকি আবার? একটার ধকল যাচ্ছেনা, আবার আরেকটার দিকে প্রানঘাতী হইয়া আগাচ্ছে নাকি কে জানে? ;)

কবিতা ভালো হইছে। :)

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

উর্বি বলেছেন: না এ জনমে আর প্রেম হচ্ছে না। সেই সৌভাগ্য আমার নয়।
ধন্যবাদ

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪

লেখোয়াড়. বলেছেন:
এটাও এক সুখবোধ! অজানায়, অচেনায় মোহগ্রস্থ হওয়া। নির্দ্বিধায় এখানে কিছু হারানোর ভয় নেই।
যেন রূপকথার মানুষটি চলে পাশে পাশে।

হ্যাঁ..........
আঁধারেরও রঙ আছে!
অদেখারও দৃষ্টি আছে!!
অচেনারও স্পর্শ আছে!!!
অজানারও পরিচয় আছে!!!!

আপনার কবিতা পড়ে আমাকে এভাবেই ভাবতে হলো।

কেমন আছেন?
উর্বিবালা-উর্মিমালা-ছবিকলা।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

উর্বি বলেছেন: ভাল নেই ভাল নেই
কেন বেচে আছি জানা নেই :(

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

উর্বি বলেছেন: ধন্যবাদ

১১| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮

নীলনীলপরী বলেছেন: পৃথিবীতে প্রেম- ভালোবাসা বলিয়া কিছু নাই জনাবা। বড় হও। বড় হবার সাথে সাথে বুঝিয়া যাইবেক।:)

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

উর্বি বলেছেন: বুঝিয়া গিয়াছি
পরী বুবু কই পালাও? :(

১২| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪

উধাও ভাবুক বলেছেন: পৃথিবী অচল নয় কি এমন বোকা-সোকা (বাস্তববাদীদের মতে) মানুষদের ছাড়া ?
ছুঁয়ে গেছে লেখার ভেতরকার অনুভূতিটা।


শুভকামনা সর্বদা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

উর্বি বলেছেন: ধন্যবাদ

১৩| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: ভালবাসা শুধু শরত বাবুর উপন্যাসে পেলাম, বাস্তবে খুজিতে গিয়া দেখি তাহা কেবলই যন্ত্রণার। কেউ বলে উহাই প্রেম, প্রেম বা ভালবাসা যদি যন্ত্রণাই দেয় তবে তাহা উপলব্ধি না করে দূরে বসে দেখাই ভাল নহে কি ??

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

উর্বি বলেছেন: হয়তো

১৪| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

আবু শাকিল বলেছেন: কবিতার মত লেখা হয়েছে =p~

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

উর্বি বলেছেন: ধন্যবাদ

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: লেখক হয়ত বলিয়া আমাকে চিন্তায় ফেলে দিলেন। মন এখন দুই নৌকায় পা দিয়া বসে আছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

উর্বি বলেছেন: আহা!! আপনি একনৌকাতেই থাকেন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.