নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

"ফাকস্থান "

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

"ফাকস্থান "
তোমরা দুরে রয়েছ দুরেই থাকো
কাছে আসার চেষ্টা করো নাকো,
কাছে এলেও হয়ে যাও চশমখোর
বলো ৭১এ গণহত্যা নয়, বেঘোর।

তাহলে ফিরায়ে দাও সোহাগ পুর
নাটোরের বধ্য ভূমি গোপালপুর,
দ্যাখোনি অন্তর্জালে রায়েরবাজার
কেন হারালো শহীদুল্লাহ কায়সার।

কেন বার্ধক্যে কাঁদে জাফর ইকবাল
কেন লক্ষ বীরঙ্গনা এখনো বেসামাল,
কেন রক্তে ভাসলো রাজার বাগ
বাঁচেনিকো পিলখানা হাজারিবাগ।

নয়কো তোমরা অন্য কোন গ্রহের
আছে এক খানি রাষ্ট্র তোমাদের
আদর করে ডাক তারে পাকিস্তান
লাল সবুজের পিষ্টে তা "ফাকস্থান"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: চরম হয়েছে।

কেন রক্তে ভাসলো রাজার ব্যাগ
বাচনিকো পিলখানা হাজারিবাগ।

< রাজার বাগ
< বাঁচেনি

০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২০

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ একাত্ততা প্রকাশের জন্য।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মাকড়সাঁ বলেছেন: নিশ্চুপ হাহাকার!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২১

সামাইশি বলেছেন: মন্তব্যের সাথে একমত। ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


১ পাকী আমেরিাকয় ১৪ জনকে মারলো, ১৭ জনকে আহত করলো; নিজের বউ মরলো, ৬ মাসের বাচ্ছা রেখে গেলো; ওদের কারো মাথা নেই।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

সামাইশি বলেছেন: ঠিকই বলেছেন। ওটি একটি ভঙ্গুর রাষ্ট্র। আমার কেন জানি মনে হয় সামনে তা আরো কয়েক টুকরা হয়ে যাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.