নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

জীবনের সলতে

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জীবনের সলতে

পৃথিবীতে বেচে থাকা প্রতিটি মুহূর্ত অত্যন্ত আনন্দের
প্রতিটি মুহূর্ত উপভোগের হাত ছাড়া করতে
এ মন চায়না।

কিন্তু জীবন তো অকাতরে সবাইকে সব কিছু বিলিয়ে দেয়না
তাইতো জীবন উপভোগের মুহুর্তে
মূর্হু মূর্হু ছেদ পড়ে।

তখনি দেয়াল হয়ে দাড়ায় জীবন,
দুর্লঙ্ঘ হয়তো নয়
কিন্তু অনায়াসলব্ধ ও নয়।

অবকাশের পরিসরের সুযোগ গুলো মিলিয়ে যায়
নীল্ হৃদয়ের বেদনায়
অপরিহারি সংবেদনশীলতায়।

ছেয়ে যায় পৃথিবীর রূপ, রস, গন্ধ, বর্ণ বিবর্ণতায়,
সময়ের মুহূর্ত গুলো স্থবির হয়ে রয়
উপভোগে ঠিকই, তবে হাহাকার করা খা খা শুন্যতায়।
সবাই থেকেও নেই
সবুজ ঘাস, লাল, নীল্, বেগুনি ফুল, চম্পাবতী অনিন্দ সুন্দরী
বর্ণহীন সাদা কালো চক্ষু শুল।

কষ্টের বোঝায় অধোবোদন, নতজানু বিষন্নতায় বিলীন।

দেবদূতের অপেক্ষায় না থেকে
মনন মনীষী দার্শনিকের কথকতার অনুশীলন,
চোখের জলের ঝরনা ধারায় স্থবিরতায় মৃদু ফাটল।

দেয়ালের ওপাশে ঐতো জীবনের সলতে!
আমি ফিরে পেতে চাইনা
কষ্টের সেই দুর্বিষহ মুহূর্ত গুলো,
আমি দেয়ালের ওপাশে যাবো
আলোয় আলোয় আলোকিত করবো জীবন।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

আজমান আন্দালিব বলেছেন: দেয়ালের ওপাশে ঐতো জীবনের সলতে!
আমি ফিরে পেতে চাইনা
কষ্টের সেই দুর্বিসহ মুহূর্ত গুলো,
আমি দেয়ালের ওপাশে যাবো
আলোয় আলোয় আলোকিত করবো জীবন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। নতুন বছর শুভ হউক।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৩

রুদ্র জাহেদ বলেছেন:
দেয়ালের ওপাশে ঐতো জীবনের সলতে!
আমি ফিরে পেতে চাইনা
কষ্টের সেই দুর্বিসহ মুহূর্ত গুলো,
আমি দেয়ালের ওপাশে যাবো
আলোয় আলোয় আলোকিত করবো জীবন।
দারুণ সুন্দর কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

সামাইশি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। নতুন বছর শুভ হউক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.