নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

নীল গোলাপ/আয়োমুস।

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৮



নীল গোলাপ/আয়োমুস।

কেও কোথায় নেই
বদ্ধ ঘরে মাথা কুটে ফিরি একা,
কালে ভদ্রে কলমের খোচায় জাহির করে
বেচে আছি প্রকৃতির দয়ায়, মেকি জীবনে।

মানব মুকুলের দমবন্দ হয়ে আসা কোঠরে
আমি জীবনের আগ্রাসী রূপ ঠিকই দেখতে পাই,
রাশি রাশি অঙ্গার উগড়ে জীবনের গাড়ি ছুটে চলে
আমি হয়ে পড়ি আরো একা।

তটস্থ হয়ে থাকি বিষাক্ত গ্যাসের নির্দেশিকা না সরব হয়!
আমি শুনতে পাই ঠিকই, পানশালায়
কপোত কপোতি প্রেমময় আরোপিত আলোয়
নিজেদের পৃথিবীতে, প্রাক মিলনের মৃদু শৃঙ্গার ধ্বনি।

ওরা কি পৃথিবীর রঙ্গশালায় একমাত্র জুটি?
হলপ করে বলতে পারি ঠিক তাই
খোজ নিয়ে দ্যাখো, একটু আগে সাইরেনের তীব্র শব্দে
যে "এম্বুলেন্সটা" টা একটা প্রাণ ধরে রাখতে হাসপাতালে ধাবমান।

পাশের পৃথিবী তোলপাড় করে ছুটে চলা পুলিশের গাড়িটা
কোনো হদিসই ওরা বলতে পারবেনা,
অথচ সবার আড়ালে আমার কান বিদীর্ণ করে
হৃদয় তন্তুর জালিকা ছিন্ন করে প্রানের প্রবাহ স্তব্দে অপ:তত্পর।

বাইরে ভূতলে ফুটবলের ক্রমাগত নিয়ন্ত্রিত পতনের শব্দ
স্নোবোর্ডের গা শির শির করা ঘ্যার ঘ্যার শব্দ আর পার্কিং লটে
রিমোটের নরম মৃদু সতর্কায়িত শব্দে জীবনের সময়ের রূপান্তর
আমি চলমান জীবনের ছবি ঠিকই দেখতে পাই।

আমি আরো আতঙ্কিত হয়ে পড়ি, সইতে পারিনা
পালানোর পথ খুঁজে ফিরি একাকী থেকেও,
আমার এ জীবন পৃথিবীতে বিরল
আমার এ জীবনের রং পৃথিবীতে তৈরী হয়না।

অনেক চেচ্টার পর জীবনের রং কিছুটা চিনতে পেরেছি
প্রায় নীল বর্ণের হলেও আসলে পিঙ্গলএর কাছাকাছি
কেননা নীলবর্ণের অনুসেচক পৃথিবীর প্রকৃতিতে তৈরী হয়না।

(আগের লেখা )

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: :(

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: :|

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.