নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

সিয়ামে সবুজ।

৩০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৪




সিয়ামে সবুজ।

আহা মিষ্টি, মিষ্টি, কি যে মিষ্টি
প্রকৃতির অপরূপ বিধাতার কি অপূর্ব সৃষ্টি,
না জানি কোথায় আর কোনখানে
প্রাণী জগতের সন্ধান রয়েছে কে জানে?

নিকট কাছের গ্রহ নক্ষত্র আর তারায়
কেউ বলে রয়েছে প্রাণ নিশ্চিত নয় সবুজ আভায়
সবুজ না হলে আর প্রাণ হোলো কি?
সূর্য মামার থেকে মুখ ফিরে দ্যাখো দিকি!

কে জানে কেন কিসের তরে এই ধরাধামে
বিধাতা পাঠালেন মানুষ কেউ না জানে?
অন্যের কথা না জানি নিজের কথা মানি
সেসব সীমিত ভাগ্যবানের দলে পড়েছি আমি।

ইহকালেই পরকালের নরক যন্ত্রণার আস্বাদন
শিরক হয়ে গ্যালো কি বলোনা পাশের জনগণ,
বিবেক না হয় গ্যালো বাদ কিন্তু নেই হাত ঘটনায়
পৃথিবীর রূপ রস গন্ধ রইলো পরে আধার কোঠায়।

ম্যাপল লিফের ছায়ায় ঢাকা ছবির ন্যায় সারি সারি বাড়ি,
খুঁজে পেতে বড় কষ্ট মোর সবুজ গ্রাম বাংলার নাড়ি,
পর্ণমোচনে প্রকৃতিকে কদর্য করে বিদায় নেবে ঐসব অবুঝ
তথাপি সিয়াম চোখ খুলে দিল বিধাতার উপহার এক চিলতে সবুজ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:



ঝড়ের কোন সংবাদ পেলেন?

৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৬

সামাইশি বলেছেন: ঝড়ের সংবাদ দেখেই এটি পোস্ট করেছিলাম। গোটা পৃথিবীটা এখন একটি গ্রামীণ বিশ্ব। আপনার মনে শান্তি বিরাজ করুক।

২| ৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা পড়ে ভাল লাগল।

৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৭

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৩| ৩০ শে মে, ২০১৭ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা +

৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৯

সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো। +++++

৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৫৯

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.