নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মধুর আমার মায়ের ভাষা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪১

মধুর আমার মায়ের ভাষা।

"ঘরে তুমি কোন ভাষায় কথা বল"
কানাডাতে ফরম পূরণ করতে গিয়ে
প্রায়শই: এই প্রশ্নটির সম্মুখীন হই,
উত্তর তো খুউব সোজা
কিন্তু তার প্রয়োগ তো এতো সোজা ছিলোনা।

এমন এক মুলুক ছিলো এ ধরায় তখন
এক অস্বাভাবিক সীমানার শিশু রাষ্ট্র "ফাকিস্থান"
গায়ের জোরে চাপিয়ে দিতে চাইলো বিজাতীয় ভাষা।

ইতিহাস লুফে নিলো সাদরে তৈরিতে প্রেক্ষাপট
বিনিময়ে অর্ঘ হিসাবে নিলো বুকের তাজা রক্ত গোটা প্রাণ,
"সালাম রফিক বরকত জব্বার শফিক"
তৈরী হল বেদি শহীদ মিনার
লাল সবুজ পতাকার প্রাণ ভোমরা।

প্রভাত ফেরি আর একুশে ফেব্রুয়ারী
হয়ে গেলো সমার্থক,
এক চারণ কবি বুনে দিলো গীত
"আমার ভায়ের রক্তে রাঙানো" তার পরতে পরতে
সাল উনিশ শো বায়ান্ন।

বায়ান্নর সে প্রাণ ভোমরা গুঁটি কেঁটে কেঁটে
তৈরী করে নিলো ছেষট্টি, উনসত্তুর, সত্তুর
মহান নেতার অঙ্গুলি হেলনে উনিশে একাত্তুর,
"একুশে ফেব্রুয়ারী"
মুজিব, জিয়া, ভাসানীর উর্ধে এখন সেদিন।

কালক্রমে সবুজ গন্ডি পেরিয়ে দেশ, মহাদেশ
সাত সমুদ্র তের নদী পার হয়ে
মোহর পরে নিলো গায়ে ব্রম্মান্ড ব্যাপী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পরিশেষে উথলে ওঠা আনন্দের জোয়ারের আবেগে
উত্তর দিয়ে যাই কানাডার সেই প্রশ্নকারীকে
ঘরে আমি আমার মায়ের মধুর বাংলা ভাষায় কথা বলি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুণ :)

মুগ্ধ ভাললাগা

+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালবাসা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.